ফোন তুলতে গিয়ে পাথরের চাঁইয়ে উলটো অবস্থায় আটকা তরুণী, ৭ ঘণ্টা পর উদ্ধার
অস্ট্রেলিয়ায় এক তরুণী মোবাইল ফোন তুলতে গিয়ে দুই পাথরের ফাঁকে আটকা পড়ে সাত ঘণ্টা উলটো অবস্থায় কাটিয়েছেন। খবর বিবিসি'র।
প্রতিবেদনে জানা যায়, ম্যাটিল্ডা ক্যাম্পবেল নামের ওই তরুণী নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি এলাকায় হাঁটার সময় তিন মিটার গভীর একটি পাথরের চাঁইয়ে পড়ে যান।
এ ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। জরুরি সেবাকর্মীরা পাথর সরিয়ে তাকে উদ্ধারের জন্য সাত ঘণ্টার 'জটিল' অভিযানে নামেন। পাথরের চাঁই থেকে উদ্ধারের জন্য কয়েকটি বড় পাথরও সরাতে হয় তাদের।
তবে ৫০০ কেজি (১১০০ পাউন্ড) ওজনের একটি পাথর সরানোর পরও তারা বুঝতে পারছিলেন না কীভাবে তরুণীকে বের করা যাবে, কারণ তিনি ইংরেজি অক্ষর 'এস' আকৃতির বাঁকে আটকে ছিলেন।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের প্যারামেডিক পিটার ওয়াটস বলেন, "গত ১০ বছরে এমন উদ্ধার অভিযান আমি কখনও দেখিনি, তবে এটি চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত সন্তোষজনক ছিল।"
উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই তিনি প্রায় এক ঘণ্টা উলটো অবস্থায় ছিলেন। তার বন্ধুরা তাকে মুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। অ্যাম্বুলেন্স সার্ভিসের শেয়ার করা ছবিতে দেখা যায়, তরুণী পাথরের ফাঁকে পা দিয়ে ঝুলে আছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পিটার ওয়াটস ওই তরুণীকে 'অসাধারণ' বলে উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা সবাই ভাবছিলাম, তিনি সেখানে কীভাবে গেলেন এবং আমরা কীভাবে উনাকে বের করব?"
অবিশ্বাস্যভাবে, সাত ঘণ্টা পর উদ্ধার হওয়া তরুণী সামান্য কিছু আঁচড় ও ফোলাভাব নিয়ে বেঁচে গেলেও, তার ফোনটি আর উদ্ধার করতে পারেননি।
একটি অনলাইন বার্তায় তরুণী লেখেন, "আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আপনারা সত্যিই জীবন রক্ষাকারী। তবে ফোনটা পাইনি, দুঃখিত"।