রাষ্ট্রপতির অপসারণ প্রসঙ্গে স্পষ্ট উত্তর দেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব
রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অপসারণের বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "কোন কিছু হলে আমরা জানাবো। কাউন্সিল অব অ্যাডভাইজার যদি কোন মিটিং করেন, যেমন উইকলি মিটিং কালকে আছে (বৃহস্পতিবার) তখন আমরা জানাবো। কিন্তু আজকে বিএনপির সাথে আলোচনা ছিল একটি চলমান রাজনৈতিক ডায়লগের অংশ।"
বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাদের (বিক্ষোভকারী) সেখান থেকে সরে যেতে বলেছি। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।