সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি হাইকোর্ট এ বিষয়ে এক রিট আবেদনের প্রেক্ষিতে টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে। এছাড়া আরও তিনটি সংস্থা থেকে তিনজনকে সদস্য করা হয়েছে। পুলিশ অধিদপ্তর (সদর দপ্তর), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও র্যাব থেকে অতিরিক্ত ডিআইজির নিচে নন এমন পদমর্যাদার তিনজন পুলিশ কর্মকর্তাকে এতে সদস্য করা হয়েছে।
টাস্কফোর্সকে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করে আগামী ছয় মাসের মধ্যে উচ্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।