গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৩ জনকে অব্যাহতি দিলেন আদালত
গ্যাটকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের শুনানি শেষে এ আদেশ দেন।
বাকি আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অপর মামলায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমডোর (অব.) জুলফিকার আলীসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
মামলার বাকি আসামিরা হলেন- জাহানারা আনসার, ইসমাইল হোসেন সায়মন, একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, জুলফিকার হায়দার চৌধুরী, এ কে রশিদ উদ্দিন আহমেদ, গ্যাটকোর পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভীর আহমেদ, সৈয়দ গালিব আহমেদ, এ এস এম শাহাদাত হোসেন ও এ এম সানোয়ার হোসেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামের ইনল্যান্ড কনটেইনার ডিপোতে কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য গ্লোবাল এগ্রো ট্রেড (প্রাইভেট) কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) সঙ্গে চুক্তি করার অভিযোগে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অভিযোগ, খালেদা জিয়াসহ অন্যরা গ্যাটকোকে ঢাকা আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনার দায়িত্ব পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন। ২০০৮ সালের ১৩ মে ২৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
কিন্তু চার্জশিটভুক্ত ২৪ আসামির মধ্যে আরাফাত ও সাইফুর রহমানসহ আটজন এর আগে মারা গেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে। তাদের নাম বাদ দিয়ে মামলার ১৫ আসামিকে বিচারের মুখোমুখি করা হয়।