মার্কিন কংগ্রেসের প্রথম দুই মুসলিম নারী সদস্য রাশিদা ও ইলহান আবারও জিতলেন
যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভে আবারও জয়ী হলেন দুই মুসলিম নারী রাশিদা তালিব ও ইলহান ওমর। তারা দুজনই ডেমোক্র্যাটিক দলের প্রার্থী।
রাশিদা তালিব প্যালেস্টাইন বংশোদ্ভূত প্রথম নারী যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার তিনি ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগান থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হন।
অপরদিকে ইলহান ওমর একজন সোমালি বংশোদ্ভূত আমেরিকান এবং তিনি একজন শরণার্থীও ছিলেন। তিনি মিনেসোটা থেকে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হলেন। এ রাজ্যের ৫ম ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মিনিয়াপলিস এবং এর আশেপাশের এলাকাগুলোর প্রতিনিধি তিনি।
ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অন্যতম প্রধান সমালোচক হলেন রাশিদা তালিব। তিনি শুরুতে প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় থাকলেও পরে রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে ডিয়ারবর্ন ও ডেট্রয়েট থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ইলহান ওমর তার নির্বাচনী প্রচারণায় সহযোগিতার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, "আমাদের কঠোর পরিশ্রম সার্থক হয়েছে। আমরা ১,১৭,৭১৬টি দরজায় কড়া নেড়েছি। ১,০৮,২২৬টি কল করেছি। আর ১,৪৭,৩২৩টি টেক্সট পাঠিয়েছি। এটি আমাদের সকলের বিজয়, যারা বিশ্বাস করে যে একটি উন্নত ভবিষ্যৎ সম্ভব। পরবর্তী দুই বছরে আপনাদের সেবা করতে পারবো বলে আমি গর্বিত। আমি আর অপেক্ষা করতে পারছি না।"
রাশিদা ও ইলহান দুজনই আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী 'দ্য স্কোয়াড' এর সদস্য। এ সংগঠনে আলেকজান্দ্রা ওকাসিও-কর্তেজসহ অন্যান্য প্রগতিশীল কংগ্রেস সদস্যরাও রয়েছেন।
অন্যান্য স্কোয়াড সদস্য নিউ ইয়র্কের জামাল বোম্যান এবং মিসৌরির কোরি বুশ প্রাথমিক নির্বাচনেই পরাজিত হয়েছেন। তারা প্রো-ইসরায়েল তহবিল সংগ্রহকারী গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) সমর্থনপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে গেছেন।
এই বছর কংগ্রেসে প্রো-প্যালেস্টাইন কণ্ঠস্বরগুলোকে দমন করার লক্ষ্যে এআইপিএসি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিযোগিতায় ১০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।