আইস স্কেটিংয়ের রিঙ্ক-এ আটকে গেল ফোন, জমে বরফ—উদ্ধার করা যাবে না জানুয়ারির আগে
ইংল্যান্ডের মিল্টন কিনজ শহরে আইস স্কেটিংয়ের 'রিঙ্ক' (স্কেটিং, আইস হকি খেলার জন্য তৈরি রিং) বানাচ্ছিলেন একজন কর্মী। কিন্তু কাজ শেষ করেই পড়লেন বিপত্তিতে।
রিঙ্ক বানানো শেষে ওই কর্মী দেখলেন, তার মেয়ের শখের মোবাইল ফোনটি ভুলে আটকে গেছে নতুন বানানো বরফের রিঙ্কে।
ফোনটি রিঙ্কের পাশে রেখে কাজ করছিলেন তিনি। নিজের ফোন হারিয়ে যাওয়ায় তিনি মেয়ের ফোন ধার নিয়ে এসেছিলেন।
রিঙ্কে ৬০ হাজার লিটার পানি ঢেলে বরফে পরিণত করার সময় ফোনটিও আটকে যায় বরফের মধ্যে।
ওই রিঙ্কের পরিচালক রব কুক বিবিসিকে জানান, আগামী দুই মাসের জন্য ফোনটি ঠিকানা হবে ওই রিঙ্কই। কারণ ফোনটি বের করার চেষ্টা করলে বরফের গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে জানুয়ারির আগে আর ফোন ফেরত পাচ্ছেন না দুর্ভাগা মালিক।
কাজ শেষ হওয়ার পরদিন এক কর্মী রিঙ্কে আটকে যাওয়া গোলাপি ফোনটি দেখতে পান। তবে ওই ফোন দুর্ঘটনাবশত রিঙ্কে আটকে গিয়েছিল নাকি কোনো সহকর্মী মজার করে সেখানে রেখে দিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
রব কুক বলেন, 'দুর্ভাগ্যবশত এখন ফোনটি বের করার উপায় নেই। বের করতে গেলে বরফের গঠন ক্ষতিগ্রস্ত হবে। তাই জিনিসটা আগামী দুই মাস ওখানেই আটকে থাকবে।'
ফোন খোয়ানো ওই কর্মী নাম না প্রকাশের শর্তে বিবিসিকে বলেন, 'প্রথমে খবরটা শুনে আমার মেয়ে ময়তেই খুশি হয়নি। মাত্রই কদিন আগে নতুন ফোন কেস কিনেছিল ও। তবে বেশ কিছুক্ষণ পর—এবং সাময়িক সময়ের জন্য আরেকটি ফোন দেব কথা দেওয়ার পর—ও শান্ত হয়েছে।'