চট্টগ্রামে আবারও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১
চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগ। রোববার (১৭ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে মাত্র কয়েক মিনিটের মিছিলের পর সোমবার (১৮ নভেম্বর) রাতে চকবাজার থানার দামপাড়া এলাকায় আরও একটি মিছিল বের করে সংগঠনটির ১০-১২ জন কর্মী।
এ ঘটনায় ওই এলাকার মোহাম্মদ শাহজাহান নামে একজন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিছিলের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির টিবিএসকে বলেন, "গতকাল রাত ১২ টার কিছু আগে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী দামপাড়া এলাকায় একটি গলিতে মিছিল করার চেষ্টা করে। মাত্র দুই মিনিট স্লোগান দিয়েই তারা পালিয়ে যায়।"
তিনি আরও বলেন, "খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ইউনিটের আওয়ামী লীগ সভাপতিকে আটক করে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মিছিলের ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিওতে ১০ থেকে ১২ জন কর্মীকে 'শেখ হাসিনার ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই', 'শেখ হাসিনার সরকার, বারবার দরকার' স্লোগান দিয়ে দ্রুতপায়ে হেঁটে যেতে দেখা যায়। এক পর্যায়ে কারো ধাওয়া খেয়ে তাদের দৌড়ে পালিয়ে যেতেও দেখা যায়।
এর আগে গত ১৮ অক্টোবর মধ্যরাতে নগরীর কোতোয়ালী থানার জামালখান এলাকায় একটি মিছিল বের করেছিল ছাত্রলীগ। সে ঘটনায় তখন ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।