ইসকন ইস্যুতে সরকারকে বৃহস্পতিবারের মধ্যে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/11/25/high_court.jpeg)
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ (ইসকন) নিষিদ্ধ করার বিষয়ে আগামীকাল বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (২৭ নভেম্বর) এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আদালত রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান।
বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। আদালতে আবেদনকারী আইনজীবী পত্রিকাসহ গতকালের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।
আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, সারাদেশের মানুষের মত তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে তিনি আদালতের কাছে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য আবেদন করেন, কারণ সরকার ইতোমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে এবং এটি সরকারের প্রথম অগ্রাধিকার বিষয়।
এ সময় আদালত প্রশ্ন করেন, "এরা কারা? তাদের পরিচয় কি?" এবং "চট্টগ্রাম ও রংপুরে এসব ঘটনা কী শুরু হয়েছে?" তা জানতে চান। অ্যাটর্নি জেনারেল জানান, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
হাইকোর্ট পরে বলেন, "বিকেলের মধ্যে আমাদের বিস্তারিত জানাতে হবে।" তবে অ্যাটর্নি জেনারেল বলেন, "আজকের মধ্যে সম্ভব হবে না, আমাকে একদিন সময় দিন। আগামীকাল (২৮ নভেম্বর) জানানো হবে।"
আদালত তার পরবর্তী আদেশে বলেন, "ঠিক আছে, কালকের মধ্যে একটি প্রতিবেদন দিন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই অবনতি না ঘটে, সেদিকে খেয়াল রাখবেন।"