বাংলাদেশসহ ৪ দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক: আরএসএফ-এর প্রতিবেদন
বাংলাদেশসহ ৪টি দেশ ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল বলে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনটি ১ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, "গত পাঁচ বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ফিলিস্তিন। এখানে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি সাংবাদিক নিহত হয়েছেন।"
গাজার পর ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান (৭ জন নিহত)। এরপর রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দুই দেশেই ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায় এবং ২ জন লেবাননে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সাংবাদিকদের ওপর সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে চারটি মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।
আরএসএফ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে "১৪৫ জনের বেশি" সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন নিহত হন দায়িত্ব পালনের সময়।
আরএসএফ এই হত্যাকাণ্ডের ঘটনাকে "নজিরবিহীন রক্তপাত" বলে অভিহিত করেছে।
মঙ্গলবার প্রকাশিত আরেক প্রতিবেদনে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি গাজায় নিহত হয়েছেন।
আরএসএফ ও আইএফজের পরিসংখ্যানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কারণ তারা আলাদা পদ্ধতি ব্যবহার করে মৃত্যুর হিসাব করেছে।
আরএসএফ শুধু সেসব সাংবাদিকদের সংখ্যা হিসাব করেছে, যাদের মৃত্যুর কারণ "সরাসরি তাদের পেশাগত কার্যক্রমের সাথে সম্পর্কিত" বলে প্রমাণিত।
ইসরায়েল সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সাংবাদিকদের পরিকল্পিতভাবে হত্যা করে না। তবে কিছু সাংবাদিক সেনা লক্ষ্যবস্তুতে বিমান হামলায় নিহত হয়েছেন।
ইসরায়েলি সরকারি মুখপাত্র ডেভিড মার্সার বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা এই পরিসংখ্যান মানি না। আমরা মনে করি, এগুলো সঠিক নয়।"
২০২৩ সালে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫ জন। কিন্তু ২০২৪ সালে সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৫৫০ জন সাংবাদিক বন্দী আছেন, যা গত বছর ছিল ৫১৩ জন। সবচেয়ে বেশি বন্দী সাংবাদিক রয়েছে চীন (১২৪ জন), মিয়ানমার (৬১ জন) ও ইসরায়েলে (৪১ জন)।
এছাড়া, বর্তমানে ৫৫ জন সাংবাদিক বন্দী অবস্থায় আছেন। এর মধ্যে ২০২৪ সালে দুটি নতুন সাংবাদিক অপহরণের ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হাতে বন্দী আছেন ২৫ জন সাংবাদিক। বর্তমানে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২০২৪ সালে নতুন চারটি নিখোঁজের ঘটনা ঘটেছে।