দাবানল নেভাতে ব্যস্ত পাইলট, হেলিকপ্টার পাহারায় পেঁচা!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বনের দাবানল নেভাতে গিয়ে রীতিমতো চমকে গেলেন এক পাইলট। তিনি যখন পানি ছিটানোর কাজে ব্যস্ত, হঠাৎ নিজের হেলিকপ্টারে দেখা পেলেন এক পেঁচার।
এয়ারক্রাফট চার্টার কোম্পানি স্কাই অ্যাভিয়েশনের পাইলট ড্যান অ্যালপাইনার জানান, ফ্রেসনো ও মেডেরা কাউন্টির দাবানল নেভানোর কাজ করার সময় পাখিটি হঠাৎ উড়ে এসে তার হেলিকপ্টারে, জানালার পাশে চুপচাপ বসে থাকে। খবর এবিসি নিউজের।
এটিকে এক ফেসবুক পোস্টে 'অভাবনীয় ঘটনা' হিসেবে উল্লেখ করেছে স্কাই অ্যাভিয়েশন।
'কোনো উড়োজাহাজে পেঁচার উড়ে এসে বসার ঘটনা আজব। এমন এক কর্মযজ্ঞের সময়ে এমনতর ঘটনা ঘটার কথা আগে শুনিনি,' দাবি স্কাই অ্যাভিয়েশনের। ঘটনাটি গত সোমবারের।
'এ এক অলৌকিক ঘটনা,' নিজের ককপিটে পেঁচা দেখে বলেন অ্যালপাইনার। অবচেতনে তার মনে হয়েছিল, যেন পাখির বেশে কোনো যাত্রী তাকে সঙ্গ দিচ্ছে!
হেলিকপ্টারে বসে থাকা পেঁচাটির একটি ছবি ইতোমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সেখানে একজন মন্তব্য করেছেন, 'ছবিটা না থাকলে এই ঘটনা কেউ বিশ্বাসই করত না।'
- সূত্র: এনডিটিভি