১০৯২ কোটি টাকা লোপাট, এস আলমের ছেলেসহ ৫৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংক বাংলাদেশের (আইবিবিএল) সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে শুধু ব্যাংকটির চট্টগ্রামের চাকতাই শাখা থেকে ১ হাজার ৯২ কোটি টাকা লুটপাট হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
দুদকের অনুসন্ধান টিমের তদন্তে জানা গেছে, এ ঘটনায় সহায়তা করেছেন ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি ও পরিচালকসহ ৩৪ জন ব্যাংকসংশ্লিষ্ট কর্মকর্তা। এসব কর্মকর্তার পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিকসহ মোট ৫৮ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।