কারখানা চালু রয়েছে, শ্রমিক ছাঁটাই হয়নি: বেক্সিমকো লিমিটেড
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড তথা বেক্সিমকো লিমিটেড জানিয়েছে, তাদের সব উৎপাদন ইউনিট চালু রয়েছে এবং কোনো শ্রমিক ছাঁটাই করা হয়নি।
ছাঁটাই সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ২২ ডিসেম্বরের এক প্রশ্নের জবাবে কোম্পানিটি আজ (২৩ ডিসেম্বর) স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড চালু রয়েছে এবং এর কোনো ইউনিট বন্ধ হয়নি। সংবাদে যে ১৫টি পোশাক ইউনিট বন্ধ হওয়ার কথা বলা হয়েছে, সেগুলো বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠান নয়।'
দুই স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো গ্রুপের বৃহত্তম প্রতিষ্ঠান। এটি টেক্সটাইল, পিপিই, সিরামিক, আইসিটি, রিয়েল এস্টেট, সামুদ্রিক খাদ্য এবং পণ্য ব্যবসাসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে।
টেক্সটাইল বিভাগ বেক্সিমকোর সবচেয়ে বড়। কোম্পানিটির ওয়েবসাইট অনুসারে, এটি অভ্যন্তরীণ এবং রপ্তানি বাজারের জন্য পুরুষ, নারী ও শিশুদের সুতি ও পলিয়েস্টার পোশাক তৈরির একটি সম্পূর্ণ সমন্বিত প্রস্তুতকারক।
বেক্সিমকো গ্রুপের একজন পরিচালক এবং বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী গত ১৭ ডিসেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রুপের ১৬টি পোশাক কারখানা থেকে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
তিনি বলেন, ছাঁটাইয়ের কারণ হলো ক্রয়াদেশ কমে যাওয়া এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের দিক থেকে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তার অভাব।
কায়সার চৌধুরী আরও বলেন, 'নিয়ম অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীরা ৪৫ দিনের জন্য তাদের মূল বেতন এবং ভাতার অর্ধেক পাবেন।'
উল্লেখ্য, ছাঁটাই হওয়া কর্মীরা গ্রুপের গাজীপুর শিল্প পার্কের মোট কর্মীর ৭৫ শতাংশ। এর ফলে বর্তমানে বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল এবং পিপিই বিভাগে ১০ হাজার কর্মী কর্মরত আছেন।