কমলাপুর রেলস্টেশনের মনিটরে পর্নোগ্রাফি: একজন বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি (পর্নোগ্রাফি) প্রচারের ঘটনায় আইনি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
গত ২৮ ডিসেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে পর্নোগ্রাফি ভেসে ওঠে। এ ঘটনার ফলে স্টেশনে উপস্থিত যাত্রী ও কর্মকর্তাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিসপ্লে বোর্ড পরিচালনায় নিযুক্ত বেসরকারি সংস্থা সহজ ডটকমের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরতি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক–ঢাকা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে রেলওয়ে ঢাকার ডিভিশনাল কমার্শিয়াল অফিসার, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার, এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্টেশনের মনিটরে পর্নোগ্রাফি চলার ঘটনা ৩০ ডিসেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে স্বীকার করেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত হোসেন।
জানা গেছে, ওই সময় মনিটরটি বন্ধ করতে না পেরে উপস্থিত লোকজন বাধ্য হয়ে ইট ছুড়ে এটি ভেঙে ফেলেন।
এর আগে ২৬ অক্টোবর কমলাপুর রেলস্টেশন থেকে বের হওয়ার পথে গেটের ওপর লাগানো ডিজিটাল পর্দায় 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখা দেখা গিয়েছিল।