নিজের অনুপস্থিতি স্বীকার করে প্রাক্তন স্ত্রীর প্রশংসা, ছেলে জুনায়েদকে নিয়ে গর্বিত আমির খান
'লাভইয়াপা' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। এই সিনেমায় তার সহ-অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর।
শুক্রবার রোমান্টিক–কমেডি সিনেমা 'লাভইয়াপা'র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আমির বাবা হিসেবে তার অনুপস্থিতি এবং বলিউডে জুনায়েদের যাত্রা সম্পর্কে হৃদয়স্পর্শী বিভিন্ন কথা বলেন।
এসময় মিস্টার পারফেকশনিস্ট স্বীকার করেছেন, বাবা হিসেবে তিনি তার সন্তানদের জীবনে প্রায় অনুপস্থিত ছিলেন। তবে ছেলের কৃতিত্বে অনেক গর্ব প্রকাশ করেন তিনি।
আমির বলেন, 'জুনায়েদ নিজের ক্ষমতায় ক্যারিয়ার শুরু করায় আমি খুব খুশি।'
দঙ্গল তারকা স্বীকার করেছেন, তিনি বছরের পর বছর ধরে নিজের কাজে ডুবে ছিলেন।
তবে তিনি এটা ভেবে স্বস্তি পান যে, তার অনুপস্থিতিতেও প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ছেলে জুনায়েদ এবং মেয়ে ইরাকে ভালোভাবে লালন-পালন করেছেন।
মুহূর্তটিকে আবেগঘন ও আনন্দময় উল্লেখ করে আমির খান বলেন, 'জুনায়েদ যেভাবে নিজেকে গড়ে তুলেছে তাতে আমি গর্বিত। তার মধ্যে যে মূল্যবোধ রয়েছে, তা আমার মা আমায় যে শিক্ষা দিয়েছিলেন, তার প্রতিফলন।'
লাভইয়াপার ট্রেলারে এক জেন-জি কাপলের নতুন ও হাস্যরসাত্মক সম্পর্ক দেখা যায়। জুনায়েদ ও খুশির মধ্যে একটি মজার কথোপকথন দিয়ে ট্রেলারটি শুরু হয়। নিজেদের ফোন বদলের মধ্য দিয়ে একে অপরের গোপন কথা জানতে পারেন এবং ঘটনা নতুন মোড় নেয়।
এই হালকা মেজাজের রোমান্টিক কমেডিতে সমকালীন প্রেমের জটিলতাগুলো হাস্যরস এবং নাটকীয়তার মধ্যদিয়ে তুলে ধরা হয়েছে।
অদ্বৈত চন্দন [লাল সিং চাড্ডার পরিচালক] পরিচালিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আশুতোষ রানা, গ্রুশা কাপুর, তনভিকা পার্লিকার এবং কিকু শারদা।
ফ্যান্টম ও এজিএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'লাভইয়াপা' শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
৩৫ বছর আগে ক্যারিয়ার শুরু করা আমির খান, ছেলে জুনায়েদের বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।