সংবিধানে জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না: জাতীয় নাগরিক কমিটি
জাতীয় নির্বাচন আয়োজনের আগে জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং সংবিধান সংশোধনের জন্য একটি গণপরিষদ নির্বাচনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
কমিটির নেতারা জাতীয় নির্বাচন আয়োজনের আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় হওয়া হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ীদের বিচার নিশ্চিত করারও দাবি জানান।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির আইন শাখা আয়োজিত 'নতুন রাজনৈতিক বন্দোবস্ত: জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান'- শীর্ষক আলোচনা সভায় কমিটির সদস্যরা এসব কথা বলেন।
হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএফএম আবদুর রহমান সভায় প্রধান অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বলেন, 'ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুই হাজারেরও বেশি দেশপ্রেমিক প্রাণ হারিয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এটি ছিল একটি গণবিপ্লব, যার মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।'
তিনি আরও বলেন, 'বিপ্লবের পর আগের কোনো আইনি কাঠামো কার্যকর থাকে না।'
আবদুর রহমান বলেন, 'বিপ্লবীদের হাতে দেশ শাসনের ভার রয়েছে, তারা অবশ্যই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে কাজ করবেন।'
তিনি আরও বলেন, 'সরকারকে বিপ্লবের ঘোষণা অনুযায়ী কাজ করতে হবে, কোনো বিদ্যমান আইন বা সংবিধান অনুযায়ী নয়। সেজন্য, জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সংবিধান সংশোধন ও জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য একটি গণপরিষদ নির্বাচন করতে হবে।'
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, '১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করলেও, জুলাই-আগস্টের গণবিপ্লবে ছয় কোটি নিরস্ত্র ছাত্র অংশ নিয়েছিল। এই তরুণদের স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রের সংস্কারে এবি পার্টি প্রতিশ্রুতিবদ্ধ।'
জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে ফুয়াদ বলেন, 'জুলাই বিপ্লবের হত্যা ও নির্যাতন এবং গত ১৫ বছরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সমাধান না করা পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন হতে পারে না।'
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, কমিটি জুলাই ঘোষণাপত্রের পক্ষে দীর্ঘদিন ধরে অ্যাডভোকেসি চালিয়ে আসছে এবং সরকারের উদাসীনতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, '১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্রটি ঘোষণা করার কথা ছিল, তবে এক দিন বাকি থাকলেও এখনও কোনো অগ্রগতি হয়নি। যদি সরকার তা ঘোষণা করতে ব্যর্থ হয়, তবে পরবর্তী পদক্ষেপের কথা বিবেচনা করবে কমিটি।'