জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছিল প্রতিশোধমূলক: প্রধান বিচারপতি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি প্রতিশোধমূলক ছিল এবং বিচার সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ছিল। আজ বুধবার (১৫ জানুয়ারি) মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ কথা বলেন।
সুপ্রিম কোর্ট আজ সকালে দুর্নীতির মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ অন্য সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট ও নিম্ন আদালতের আগের রায়ও খারিজ হয়ে গেছে।
রায় ঘোষণার সময় আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। মামলার বিচার ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলা দিয়ে খালেদা জিয়াকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের জুলাই মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে। এসময় খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশি একটি ব্যাংকের মাধ্যমে এতিমদের অনুদান হিসাবে প্রাপ্ত দুই কোটি ১০ লাখ টাকার বেশি অপব্যবহার করার অভিযোগ করা হয়।
২০১১ সালের আগস্টে দুদক তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাও দায়ের করে। এখানে খালেদা জিয়াসহ অন্য চারজনের বিরুদ্ধে অজ্ঞাত উৎস থেকে ট্রাস্টের তহবিল সংগ্রহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
একই রায়ে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের ৩০ অক্টোবর দুদকের একটি আপিলের প্রতিক্রিয়ায় হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে দেয়।
গত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়।