এইচএমপিভিতে আক্রান্ত ৩০ বছর বয়সী ওই নারীর মৃত্যু
দেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ৩০ বছর বয়সী ওই নারী মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে এইচএমপিভি-তে নয় অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক আরিফুল বাশার বলেন, "গতকাল সন্ধ্যা ৭ টায় মারা গেছেন ওই নারী। তবে এইচএমপিভি ভাইরাসের কারণে তার মৃত্যু হয়নি। তার অন্য আরও শারীরিক জটিলতা ছিল। তার কিডনির সমস্যা ছিলে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এর আগে গত রোববার (১২ জানুয়ারি) ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) বাংলাদেশে ওই নারীর দেহে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের প্রথম ঘটনা নিশ্চিত করে।
আইইডিসিআরের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম জানিয়েছেন, সংক্রামিত ওই নারী রোগী রাজধানীর মহাখালীর সংক্রামক রোগ হাসপাতালে ভর্তি ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণের পরিচালক ডা. ফরহাদ হোসেন জানান, এইচএমপিভির পাশাপাশি তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়া ব্যাকটেরিয়াতেও সংক্রামিত ছিলেন এবং সে কারণেই তার অবস্থার আরও অবনতি হয়েছে বলে তিনি জানান।