জুলাই অভ্যুত্থানের ৮৩৪ শহীদের তালিকা নিয়ে গেজেট প্রকাশ সরকারের
বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই গেজেটে শহীদের সংখ্যা ৮৩৪ বলে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের জুলাই-অগাস্ট অভ্যুত্থানের শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই গেজেটে শহীদের সংখ্যা ৮৩৪ বলে উল্লেখ করা হয়েছে বলে প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেটে শহীদের নাম, তাদের পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানাসহ "মেডিকেল কেস আইডি" অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে, গেজেটে শহীদদের নিহত হওয়ার নির্দিষ্ট স্থান বা তারিখ উল্লেখ করা হয়নি।