জুলাই ঘোষণাপত্র যেন ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল সৃষ্টির কারণ না হয়: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেন ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল সৃষ্টির কারণ না হয়।
একইসঙ্গে অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পরে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'যদি জুলাই ঘোষণাপত্র সত্যিই প্রয়োজনীয় হয়, তবে সেটার রাজনৈতিক ও ঐতিহাসিক এবং আইনি গুরুত্ব কী, সেগুলো নির্ধারণ করতে হবে।'
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়।'
'জাতীয় ঐকমত্যের' ভিত্তিতে 'জুলাই ঘোষণাপত্র' চূড়ান্ত করতে আজ 'সর্বদলীয় বৈঠকে' বসেছিল অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্যমতে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জনগণের ঐক্যকে সুদৃঢ় করার জন্য এই ঘোষণাপত্র গৃহীত হবে। এর ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিকে প্রতিফলিত করবে এই ঘোষণাপত্র।
খসড়ায় গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত করা হবে।
এই ঘোষণাপত্রে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঐক্যের ভিত্তি ও জনগণের আশা-আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠবে বলে জানিয়েছে প্রেস উইং।
সকল অংশীজনের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এবং তারপর জাতির সামনে উপস্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে সরকার।