বিএফআইইউ'র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে দুদকে নিয়ে আসা হবে।
এর আগে ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
অভিযোগে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ নিয়ে বিভিন্ন অনিয়ম করতে সহযোগিতা করেছেন তিনি। হলমার্ক ও বিসমিল্লাহ গ্রুপসহ ২৪টি বড় ঘটনার মাধ্যমে ৯২ হাজার কোটি টাকা মুদ্রা পাচারে তার নেতৃত্বে বিএফআইইউ নীরব ভূমিকা পালন করেছিল।
আরও অভিযোগ রয়েছে, ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট (সিটিআর) বিএফআইইউর পক্ষ থেকে যাচাই করা হয়নি, যার পেছনেও ছিলেন সংস্থার সাবেক প্রধান মাসুদ বিশ্বাস।