চুরি হওয়া ৫৫ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ২
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/01/24/cops_nabs_stolen_phone_dealers_0.jpeg)
চুরি হওয়া ৫৫টি মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনের এবাদতখানা সংলগ্ন একটি অননুমোদিত মোবাইল দোকানের কাছে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিক (৪৬) এবং তার ছেলে মো. আজগর আলী (২৪)। তারা দুজনেই চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার মসজিদ কলোনির বাসিন্দা।
রাত ১০টা ১০ মিনিটে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মানের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ সোলায়মান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক ও আজগর চুরি হওয়া মোবাইল ফোনের মালিকানা স্বীকার করেছেন।
তারা জানান, দীর্ঘদিন ধরে চুরি হওয়া মোবাইল ফোন কম দামে কিনে তা ভেঙে যন্ত্রাংশ বিক্রি বা সফটওয়্যার পরিবর্তন করে ফোন পুনরায় বিক্রি করছিলেন।
'জিইসি সার্কেল, ষোলশহর গেট নং ২ এবং মুরাদপুরসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এই ফোনগুলো সংগ্রহ করা হতো,' বলেন ওসি।
ওসি আরও জানান, এ ঘটনায় রফিক ও আজগরের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১১ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।