চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীর পরনে নাৎসি প্রতীকযুক্ত পোশাক, ছবি ভাইরাল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিটিতে দেখা যাচ্ছে, এক পরীক্ষার্থী খুবই মনযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছেন। তার পরনে কালো রঙের একটি হুডি। সেই হুডিতে বুকের অংশে এবং বাম হাতের অংশে রয়েছে নাৎসিদের স্বস্তিকা প্রতীক।
গত শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষার সময় ছবিটি তোলা হয়। ছবিটি তুলেছে সারা বাংলা পত্রিকা। ছবিটি রেডিটে পোস্ট করার পর পরই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
'ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর পরিহিত নাৎসি পোশাক' শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি করা হয়। বিষয়টি নজরে আসা মাত্রই ওই পরীক্ষার্থী এবং পরীক্ষার হলের পরিদর্শকদের সমালোচনা করে মন্তব্য করতে শুরু করেন ব্যবহারকারীরা।
ফাইভফিঙ্গারডিস্কো নামে এক ব্যবহারকারী লিখেছেন, 'তাকে বিভ্রান্ত দেখাচ্ছে।'
আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আমি অবাক হচ্ছি সে এমন একটি চিহ্ন সম্বলিত পোশাক কেন পরিধান করবে, যেটি বিশ্বাস করে তার (পরীক্ষার্থীর) মতো কৃষ্ণাঙ্গরা অবমাননাকর সৃষ্টি; যাদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই।'
আরেকজন লিখেন, 'আমার ধারণা পশ্চিমা বিশ্বে নাৎসিদের যে চোখে দেখা হয় সে সেরকম চোখে হয়ত বিষয়টিকে দেখছে না। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মাধ্যমে পাকিস্তান এবং ভারত স্বাধীনতা লাভ করায় এটি তার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।'
দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্বস্তিকা সম্বলিত জিনিসপত্রের বিরাট একটি বাজার রয়েছে। থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া, বাংলাদেশে এসব জিনিসপত্র পাওয়া যায়।
বাংলাদেশে ফেসবুকে এমন কিছু প্ল্যাটফর্ম আছে যারা নাৎসি প্রতীক বিক্রি করে।