তিতুমীরের শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি মেনে নেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে শিক্ষার্থীদের 'অযৌক্তিক দাবি' মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।
আজ রোববার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আছে। সেখানে পরিষ্কারভাবে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজকে চায় না। সাত কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না। এটা যুক্তিসংগত। এ কারণে সাত কলেজকে নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য বিশেষ কমিটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অধীন। এই সাত কলেজের মধ্যে তিতুমীর কলেজও আছে। তাদের ব্যাপারেও বিবেচনা করা হচ্ছে সেখানে। এসব কলেজের ছাত্রছাত্রীদের বিড়ম্বনা ও অসুবিধা নিয়ে সেখানে আলোচনা হচ্ছে।'
উপদেষ্টা আরও বলেন, 'আমরা মনে করছি, সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয়। সময় বেঁধে দেওয়ার দাবির মুখে এমন কোনো সিদ্ধান্ত নেব না। এমন সিদ্ধান্ত নেওয়া হলে শুধু আমাদের সময় নয়, বহুদিন ধরে তা অযৌক্তিক সিদ্ধান্ত হিসেবে বোঝা হয়ে থাকবে।'
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'তিতুমীর বিশ্ববিদ্যালয় দাবি করা, ছাত্রদের আন্দোলন করা ভালো। কিন্তু একসময় না একসময় তো পরীক্ষা দিতে হবে। পড়ালেখা না করলে তো ভবিষ্যতে কিছু করতে পারবে না। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ক্লাস করতে চায়, অনেকে আমাকে লিখেছে। জনদুর্ভোগ না হয়…যদি কর্মসূচি দিতে হয়, এমন কর্মসূচি দেওয়া উচিত।'
তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে কয়েকদিন ধরে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ কর্মসূচির পঞ্চম দিন দুপুর ১২টায় তারা তিতুমীর কলেজের সামনের সড়কের দুপাশ বাঁশ দিয়ে আটকে দেন।
গতকাল শনিবার বিকেল থেকে একই দাবিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।