পণ্যের ওপর ট্রাম্প শুল্ক বসালে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপ করলে "কড়া জবাব" দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইইউ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিশ্বব্যাপী অস্থিরতা বাড়ার মধ্যেই এ সতর্কবার্তা এল।
শুক্রবার ট্রাম্প বলেন, তিনি "নিশ্চিতভাবেই" ইইউর ওপর শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে করণীয় নির্ধারণে ইউরোপীয় কমিশন ও সদস্য রাষ্ট্রগুলো মঙ্গলবার ওয়ারশতে এক বৈঠকে আলোচনা করবে।
ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, ইইউর পণ্যের ওপর নতুন কোনো শুল্ক আরোপ করা হচ্ছে কি না, সে বিষয়ে ২৭ সদস্যের জোটটি এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক সম্পর্ক।
শুল্ক আরোপের বিষয়ে তিনি বলেন, এটি "সকল পক্ষের জন্য ক্ষতিকর"। ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়ায় ইইউ দুঃখ প্রকাশ করেছে।
মুখপাত্র বলেন, "যেকোনো বাণিজ্য অংশীদার অন্যায্য বা স্বেচ্ছাচারীভাবে ইইউর পণ্যের ওপর শুল্ক আরোপ করলে ইইউ কঠোর প্রতিক্রিয়া জানাবে।" তিনি আরও বলেন, "এখানে অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে।"
ট্রাম্পের ঘোষিত কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক মঙ্গলবার কার্যকর হবে, যা গাড়িসহ বিভিন্ন পণ্যের ওপর প্রভাব ফেলবে।
কানাডা ও মেক্সিকো পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, অটোয়া ১০৬ বিলিয়ন ডলার (১৫৫ বিলিয়ন কানাডীয় ডলার) মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। বেইজিংও পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইইউর উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের পর। ডেনমার্ক স্পষ্ট জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।
প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ইইউ মিত্রদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।