তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
সংগীতের অস্কার খ্যাত গ্র্যামি পুরস্কার যুক্তরাষ্ট্রের কঠোর পরিশ্রমী অভিবাসীদের উৎসর্গ করলেন জনপ্রিয় গায়িকা শাকিরা।
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.কম অ্যারেনায় মঞ্চে আয়োজিত হয় এবারের গ্র্যামি অনুষ্ঠান। 'লাস মুজেরেস ইয়া নো ল্লোরান' অ্যালবামের জন্য শ্রেষ্ঠ ল্যাটিন পপ অ্যালবাম ক্যাটাগরিতে পুরস্কার পান কলম্বিয়ান গায়িকা শাকিরা। পুরস্কার গ্রহণ করে তিনি অভিবাসীদের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।
তিনি বলেন, "এই পুরস্কারটি আমি এই দেশে সকল আমার অভিবাসী ভাই ও বোনদের উৎসর্গ করতে চাই। তোমাদের সবাই ভালোবাসে, তোমরাই এর যোগ্য এবং আমি সব সময় তোমাদের জন্য লড়ে যাবো।"
শাকিরা আরও বলেন, "যে নারীরা তাদের পরিবারের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আপনারাই আসল শি-উল্ভস।"
দুই সন্তানের মা শাকিরা তার দুই সন্তান মিলান এবং সাশাকে সাথে নিয়ে মঞ্চে আসেন। তিনি বলেন, "আমি এই পুরস্কারটি আমার সন্তান মিলান এবং সাশার সাথে শেয়ার করতে চাই। আমি তোমাদের নিয়ে গর্বিত, তোমাদের সদয় হৃদয়ের জন্য। আমাকে তোমরা যেভাবে সমর্থন করেছ, তার জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।"
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার মিশন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে এবং দেশব্যাপী বিভিন্ন অভিযানের খবর এসেছে। গত মঙ্গলবার, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে যে, তারা একটি নীতি বাতিল করেছে। এ আইন অনুসারে, গির্জা, স্কুল ও হাসপাতালের মতো জায়গা থেকে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে না আইসিই-এর এজেন্টরা।
ডিএইচএস এক বিবৃতিতে জানিয়েছে, "অপরাধীরা আর আমেরিকার স্কুল এবং গির্জায় লুকিয়ে থেকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে পারবে না। ট্রাম্প প্রশাসন আমাদের সাহসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত বাঁধবে না। বরং তারা আমাদের নিজেদের কমন সেন্সের ব্যবহারের উপর বিশ্বাস রেখেছে।"
সেলেনা গোমেজ গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তিনি চলমান অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন।