জরুরি স্বাস্থ্যসেবার উন্নয়ন, ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড চালুসহ ৭ সুপারিশ জাতীয় নাগরিক কমিটির
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/14/nagorik-committee.jpg)
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কাছে দেশের হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রান্তিক মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ সাত দফা সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি।
আজ মঙ্গলবার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদের কাছে হস্তান্তর করা এক প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।
পরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা জানান, জরুরি স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রান্তিক মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ন্যাশনাল ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড চালু করা, প্রাইমারি ও টারশিয়ারি কেয়ারের উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ৭ দফা সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, কারো হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হলে সেক্ষেত্রে ইমার্জেন্সি কেয়ার নিশ্চিত করতে হবে। রোগীরা এক চিকিসকের কাছ থেকে আরেক চিকিৎসকের কাছে যান কাগজপত্র নিয়ে। আমরা ন্যাশনাল ইলেক্ট্রনিক হেলথ রেকর্ডের কথা বলছি, যেখানে রোগীর চিকিৎসার বিস্তারিত তথ্য থাকবে। চিকিৎসকসহ স্বাস্থ্যসেবা প্রদানকারী সবার সেই রেকর্ড দেখার সুযোগ থাকবে। ফলে রোগীকে আর কাগজপত্র নিয়ে এক চিকিৎসক থেকে আরেক চিকিৎসকের কাছে ছুটতে হবে না। আর চিকিৎসকেরও রোগীকে সেবা দেওয়া সহজ হবে।
তিনি আরও বলেন, 'আমাদের স্বপ্ন হচ্ছে কার পকেটে কত টাকা আছে, কে রিকশাচালক, কিংবা কে মন্ত্রী এগুলো বিবেচনা করে চিকিৎসা হবে না, বরং চিকিৎসা হবে রোগীর রোগ অনুযায়ী। আমাদের চিকিৎসা ব্যবস্থা কীভাবে বিশ্বমানের হতে পারে, সেজন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার কী হবে, বায়োব্যাংক করা, কীভাবে আমাদের স্বাস্থ্যব্যবস্থা হতে পারে, সে বিষয়ে প্রস্তাব করা হয়েছে'।