আদালত চত্বরে সভা-সমাবেশ নিষিদ্ধের সুপারিশ বিচার বিভাগীয় সংস্কার কমিশনের
বিচারাঙ্গনে রাজনৈতিক প্রভাব কমাতে আদালত প্রাঙ্গণে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধের জন্য আইন প্রণয়নের সুপারিশ করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। একইসঙ্গে আইনজীবীদের সক্রিয় রাজনৈতিক কার্যক্রম নিরুৎসাহিত করা এবং বার সমিতির নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাব কমানোর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
প্রতিবেদনের ২৬নং ধারায় উল্লেখ করা হয়, বিচারাঙ্গনের স্বাধীনতা রক্ষায় আদালত চত্বরে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ কিংবা মিছিল নিষিদ্ধ করা জরুরি। একইসঙ্গে বার সমিতির নির্বাচনে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ কমিয়ে পেশাগত দৃষ্টিকোণ থেকে নির্বাচন পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া সুপারিশ অনুযায়ী, আইনজীবীদের সনদপ্রাপ্তির পরীক্ষার সিলেবাসে নতুন আইন সংযোজন করা হবে এবং একটি স্থায়ী প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করা হবে। এছাড়া, পেশাগত বিধিমালা যুগোপযোগী করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইনজীবীদের পেশাগত অসদাচরণের সংজ্ঞা স্পষ্ট করতে বার কাউন্সিল আদেশ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ঢাকায় স্থায়ীভাবে পাঁচটি ট্রাইব্যুনাল এবং ঢাকার বাইরে প্রতিটি জেলায় একটি করে ট্রাইব্যুনাল স্থাপনের সুপারিশ করা হয়েছে। ট্রাইব্যুনালের কাঠামো পরিবর্তন করে সেখানে একজন বিচারক ও দুইজন আইনজীবী সদস্য নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।
আইনজীবীদের ফি নির্ধারণে লিখিত চুক্তি বাধ্যতামূলক করা এবং প্রতিবার ফি পরিশোধের পর মক্কেলকে রসিদ প্রদানের বিধান প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
এছাড়া, আইনজীবী সমিতিগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে এগুলো কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।