হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখুন, তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতকে বললো বাংলাদেশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/bd_india_flag.jpg)
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থেকে 'মিথ্যা ও বানোয়াট বক্তব্য' দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে তাঁকে এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তাঁর হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সেকথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, শেখ হাসিনা ভারতে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অব্যাহতভাবে বিভিন্ন মন্তব্য ও বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছেন। তাই ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদপত্রে 'গভীর উদ্বেগ', হতাশা ও গুরতর আপত্তির কথা জানিয়ে বাংলাদেশ বলেছে, শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বলেছে, হাসিনার এই ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ বলে গণ্য করা হচ্ছে, যা দুই দেশের মধ্যে একটি সুস্থ স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।
এদিকে আজ প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল আক্রমণাত্মক। যা তরুণ প্রজন্মের অনুভুতিতে আঘাত দিয়ে থাকতে পারে। তিনি বলেন, 'আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ বলব। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি প্রতিহতে ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনার বক্তব্য বিবৃতিকে ছাত্র-জনতা ভালোভাবে নেননি।'
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে- বারবারই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এখন দিল্লি কি করে- সেটি পর্যবেক্ষণ করছে ঢাকা।
এসময় ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আদানির সঙ্গে চুক্তি কোনো ভালো চুক্তি নয়। দেশের স্বার্থকে কম গুরুত্ব দেয়া হয়েছে। গেল ছয় মাসে বাংলাদেশের তরফ থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অস্বস্তিতে ছিল।