যে কারণে বিচ্ছেদ হলো ফারিয়া ও অপুর
আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও তার বর হারুনুর রশীদ অপুর মধ্যে। শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফারিয়া। এর মাধ্যমে প্রায় দুই বছরের সংসার ভেঙে গেল দুজনের। শুক্রবার বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেন তারা।
বিচ্ছেদের খবর জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ''আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে! কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়! 'মানুষ কি বলবে' ভেবে নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আমরা!''
'জীবনটা অনেক ছোট, এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার? এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না!,' লিখেন তিনি।
আরও লিখেন, ''তাও বছর খানেক সময় নিয়েছি পরষ্পরকে বুঝতে! ফাইনালি 'আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন' ভেবে আমরা আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসার বিচ্ছেদ নেই! বন্ধুত্বের বিচ্ছেদ নেই! যতদিন বেঁচে আছি আমাদের ভালোবাসা ও বন্ধুত্ব থাকবে!"
'শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম! এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে কিন্তু জীবন তো থেমে থাকবে না,' যোগ করেন তিনি।
২০১৫ সালে ফেসবুকে ফারিয়া-অপুর পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদলে পর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজন। জমকালো আনুষ্ঠানিকতায় বিয়ে হয় অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর।