প্রমাণ পেলে গ্রেপ্তার হতে পারেন মিথিলা, তাহসান, শবনম ফারিয়া: পুলিশ
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে তাহসান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন এক গ্রাহক। অভিযোগ প্রমাণিত হলে এই তিন তারকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণার এই মামলা করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। এ বিষয় জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার রাতে।
ডিসি সাজ্জাদুর রহমান বলেন, 'মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। এর মধ্যে আছেন তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা। তারা এ মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। তারা আমাদের নজরদারিতে আছেন। অভিযোগের প্রমাণ পেলে তারা গ্রেপ্তার হতে পারেন।'
তিনি আরও বলেন, 'চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহককে পথে বসিয়েছে ইভ্যালি—এমন অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।'
মামলার এজাহার থেকে জানা গেছে, ইভ্যালির বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া। এই তারকাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রচারণামূলক কথার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এ তারকাদের কারণে তিনি প্রতারিত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।
এজাহারে মামলার বাদী অভিযোগ করেন, ইভ্যালি থেকে ৩ লাখ ১৮ হাজার টাকার মোটরসাইকেল অর্ডার করেছিলেন তিনি। কিন্তু তাকে পণ্য ডেলিভারি দেওয়া হয়নি, এমনকি টাকাও ফেরত পাননি তিনি।
জানা গেছে, ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে কর্মরত ছিলেন গায়ক-অভিনেতা তাহসান খান। রাফিয়াথ রশিদ মিথিলা যুক্ত ছিলেন ইভ্যালির ফেস অভ ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছাদূত হিসেবে। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন শবনম ফারিয়া।