জিসানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম আলী আকবর চৌধুরী ওরফে জিসানকে দেশে ফিরিয়ে আনার পর তার বিচার করা হবে।
শনিবার রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “হত্যাসহ কমপক্ষে ১১টি মামলার পরোয়ানাভুক্ত আসামি জিসান। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব শিগগিরই তা সম্ভব হবে।।”
তিনি আরও বলেন, “শুধু শীর্ষ সন্ত্রাসী জিসানই নয়, অপরাধী যে-ই হোক, কেউ ছাড় পাবে না। অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।”
প্রসঙ্গত, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্থানীয় পুলিশ জিসানকে গ্রেপ্তার করে।
বেশ ক’বছর ধরেই জিসানকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ চেষ্টা চালাচ্ছিল। ইন্টারপোলকে দরকারি কাগজপত্র পাঠানোর পর তারা এ-সংক্রান্ত রেড এলার্ট জারি করে। এরপর তাকে গ্রেফতার করা হয় বলে বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর জিসানের হাতে দুটো পাসপোর্ট পাওয়া যায়। একটি ভারতীয়, যেখানে তার নাম আলী আকবর চৌধুরী। সেখানে উল্লেখ রয়েছে, তিনি আসামের শিলচরের মালুগড়ের বাসিন্দা। তার অন্য পাসপোর্টটি ডমিনিক রিপাবলিকের।
জিসানের ভারতীয় পাসপোর্টটি ইস্যু করা হয়েছে দুবাইয়ের ভারতীয় দূতাবাস থেকে। ভারতীয় পাসপোর্ট থাকায় জিসানকে প্রথমে ভারতে নিয়ে যাওয়া হবে। এরপর বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যাতে জিসানকে ঝামেলা ছাড়াই দেশে নিয়ে আসা যায়।
১৯৯৯ সালের দিকে ঢাকার বাড্ডা, গুলশান ও খিলগাঁও অঞ্চলে অপরাধমূলক তৎপরতার মাধ্যমে জিসানের উত্থান ঘটে। ২০০৩ সালের ১৪ মে মালিবাগে জিসানের বাহিনীর সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুজন পুলিশ সদস্য নিহত হন। ২০০৭ সালে জিসান বাংলাদেশ ত্যাগ করে ভারত হয়ে দুবাই চলে যান।
সেখানে তিনি গাড়ি ও রেস্টুরেন্ট ব্যবসা গড়ে তোলেন। তবে এখনও বাংলাদেশের অপরাধ জগতের উপর তার প্রভাব রয়ে গেছে। স্থানীয় অপরাধীদের কাছ থেকে তিনি অর্থ আদায় করতেন। জি কে শামীম, খালেদ ভুঁইয়া ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মতো ক্যাসিনো-চক্রের হোতাদের অনেকের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে।
বিভিন্ন সূত্রের খবর, শামীম, খালেদ ও সম্রাট জিসানের সঙ্গে এ বছরের জুনে সিঙ্গাপুরে দেখা করেন। তবে পরে শামীমের সঙ্গে জিসানের সম্পর্কের অবনতি ঘটে।
২৬ জুলাই পুলিশ জিসানের তিনজন সহযোগীকে গ্রেফতার করে। খান মোহাম্মদ ফয়সাল, জিয়াউল আবেদিন জুয়েল ও জাহিদ আবেদিন রুবেল নামের এই তিনজনকে খিলগাঁও থেকে অস্ত্রসহ আটক করা হয়।
পরে জানা যায় যে, এই তিনজন জিসানের নির্দেশে শামীমকে হত্যা করার মিশনে ছিলেন।