আসাদুজ্জামান নূর কোভিড-১৯ আক্রান্ত
অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বৃহস্পতিবার রাতে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।
হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক 'কোথায় কেউ নেই'-এ বাকের ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত এ অভিনেতা সম্প্রতি অসুস্থতা বোধ করলে কোভিড-১৯ পরীক্ষা করান এবং ফল পজিটিভ আসে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট গোলাম কুদ্দুস জানিয়েছেন, ৭৪ বছর বয়সী নূর এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন।
নূর ২০১৪-১৯ মেয়াদে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। তিনি নীলফামারি-২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থানীয় কমিটির সদস্য।
দেশের শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে নূর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক-২০১৮ লাভ করেন।