ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে একযোগে গোলযোগ
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল থেকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টারগ্রামের লাখ-লাখ ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হচ্ছে।
ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টা থেকে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিশ্বব্যাপি গোলযোগ শুরু হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের তথ্য থেকে জানা গেছে, ৪২ শতাংশ ব্যবহারকারী এই যোগাযোগমাধ্যমগুলো একদমই ব্যবহার করতে পারছেন না। অন্যদিকে, ২৮ শতাংশ ঝামেলা পোহাচ্ছেন অ্যাপ ব্যবহারে, আর ২৮ শতাংশ নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করতে পারছেন না।
বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকার নেটিজেনরাও একই সমস্যা পোহাচ্ছেন বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিয়াদিল আমিন শ্রাবণী জানান, গত কয়েক ঘণ্টা ধরে তিনি ঝামেলা পোহাচ্ছেন।
এমন অভিযোগ তুলেছেন আরও অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, তারা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ-ইন করতেও পারছেন না।
এদিকে, ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের মালিকানাধিন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপগুলো স্থানীয় সময় সকাল থেকে ডাউন থাকায় যুক্তরাজ্যজুড়ে লাখো ব্যবহারকারী বিড়ম্বনায় পড়েছেন।
ডাউনডিটেকটর জানিয়েছে, হাঙ্গেরি, গ্রিস, বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশগুলোতে এ পরিস্থিতি সবচেয়ে খারাপ।