করছাড় বন্ধ করা হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সব ধরণের কর অব্যাহতি থেকে বেরিয়ে আসতে হবে। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ অনেক পিছিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন তিনি।
রোববার (১৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং সকল কমিশনারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ডরুমে রেভিনিউ সংক্রান্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, “জিডিপি অনুপাতে আমাদের দেশে রাজস্ব আহরণ অনেক কম। এর অন্যতম কারণ, ছাড় ও অব্যাহতি। ব্যবসায়ীরা সুযোগ পেলেই ছাড় নিতে চলে আসেন। আমাদেরকে এ থেকে বেরিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “বাজেটে যেসব বিষয় ঘোষণা আছে শুধু সেসব বিষয়ে ছাড় দেওয়া হবে। অন্যকোন এসআরও জারি করা যাবে না। একান্ত প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ছাড় দেওয়া হবে।”
তিনি জানান, দেশে কর দেয়ার সক্ষমতা আছে ৪ কোটি লোকের, অথচ মাত্র ২০ থেকে ২২ লাখ মানুষ কর দেয়। এই বিষয়টি কঠোরভাবে দেখা হবে এবং ভবিষ্যতে কাউকে ছাড় দেয়া হবে না বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।