আড্ডা টাইমসের প্রথম অরজিনাল মুভি ‘কর্মা’, নায়িকা এলেন বাংলাদেশে
ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস'-এর প্রথম অরিজিনাল সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে 'কর্মা'। অর্ণব রিঙ্গো ব্যানার্জি পরিচালিত ছবিটির মুক্তির পর থেকেই বেশ আলোচনায়। মুক্তির ঠিক পরপরই দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা পৃথা সেনগুপ্ত। আরও আছেন সাহেব ভট্টাচার্য, ডিউক বসু, শাঁওলি চট্টোপাধ্যায়, পায়েল রায়, বিশ্বজিৎ ঘোষ, অঙ্কিতা রায়, পিয়া দেবনাথ, ইমন মৈত্র প্রমুখ।
রিভেঞ্জ-থ্রিলার জনরার এই সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গেই এত জনপ্রিয়তা ও সাফল্য নিয়ে আসবে, তা ধারণা করতে পারেননি আড্ডা টাইমস সংশ্লিষ্টরা। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে কলকাতা থেকে বাংলাদেশে সিনেমা প্রচারে ছুটে আসে টিম 'কর্মা'। সম্প্রতি ঢাকার গুলশানে একটি রেস্টুরেন্টে ছোট্ট একটি আড্ডায় যোগ দেন সিনেমার অভিনেত্রী পৃথা সেনগুপ্ত।
সিনেমার সাফল্যের পর উচ্ছ্বাসিত কণ্ঠে পৃথা বলেন, 'প্রতিশোধমূলক গল্পের সাইকোলজিক্যাল এই সিনেমা দুই বাংলায় এতটা সাড়া ফেলবে, ভাবিনি। আগে বেশ কিছু টিভি কমার্শিয়াল কিংবা বিশেষ চরিত্রে সিনেমায় অভিনয় সুযোগ হলেও নাম ভূমিকায় এটাই আমার প্রথম অভিনয়।'
বাংলাদেশের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, 'দুই বাংলা আমার কাছে একদম সমান। বাংলাদেশের গুণী অভিনেতা-অভিনেত্রীদের প্রচুর দেখছি এবং তাদের দক্ষতাগুলোও নিজের মাঝে রপ্ত করার চেষ্টা করছি। আগামিতে বাংলাদেশের কন্টেন্টে গুণী আর্টিস্টদের সাথে স্ক্রিন ভাগ করে নিতে পারলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব।'
আরও জানান, বাংলাদেশের জয়া আহসান, শাকিব খান ও মোশাররফ করিমের অভিনয়ের ভক্ত তিনি। সুযোগ পেলে তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান।
আড্ডায় পৃথা টিচিং প্রফেশনের পাশাপাশি ক্লাসিক্যাল ডান্স শেখার এবং থিয়েটারের দিনগুলোতে তার নানা অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, গত জুলাইতে প্যান্ডেমিকের টাইমে ছবিটির শুটিং হয়েছে। খুব স্বল্প পরিসরে, ছোট ইউনিট নিয়ে কাজ করেছেন পরিচালক রিঙ্গো। তবে কাজটি বেশ গুছিয়ে করা হয়েছে বলেই দ্রুত শেষ করতে পেরেছেন।
পৃথা জানান, তার আদি বাড়ি বাংলাদেশেই। 'এরপর বাংলাদেশে এলে নিজের জন্মভিটা ঘুরে আসব।'
কথা প্রসঙ্গে আড্ডা টাইমস বাংলাদেশের হেড অব মার্কেটিং নুসরাত জারিন বলেন, 'ইতোমধ্যে বাংলাদেশ থেকে ৯২ হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখেছে বলে রিপোর্ট পেয়েছি। আর ভারত ও বাংলাদেশ মিলিয়ে মাত্র এ ক'দিনে এই সংখ্যা দুই লাখের বেশি।'