বাংলাদেশ সীমান্তে ২০০ মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ আবিষ্কার করলো আসাম পুলিশ
বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসামের করিমগঞ্জ এলাকায় ২০০ মিটার দৈর্ঘ্যের এক গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটির পুলিশের ধারণা, এটি চোরাচালান এবং অপহরণ বাণিজ্যে আন্তঃসীমান্ত অপরাধী চক্র ব্যবহার করতো।
স্থানীয় পুলিশ সুপার মৈনক কুমার জানান, সুড়ঙ্গটির কাছাকাছি দিলওয়ার হোসেইন নামে এক ব্যক্তি গত ২৮ ডিসেম্বর অপহৃত হয়।
অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ রুপি মুক্তিপণ চেয়েছিল। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে পুলিশ। এরপর গত শুক্রবার অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়। মুক্তি পেয়েই তিনি পুলিশকে এক গুপ্তপথের কথা জানান।
তারপর করিমগঞ্জের বালিয়া অঞ্চলে এর সন্ধানে নামে পুলিশের বিশেষ একটি দল। মৈনিক কুমার জানান, সীমান্ত লাগোয়া জঙ্গলের গহীনে সুড়ঙ্গটি ভালোমতো লুকানো ছিল। উপরে দেওয়া ছিল কাঁটাতারের আবরণ। 'দিলওয়ার আমাদের বলেছেন এটি বাংলাদেশের সিলেট অঞ্চলের সঙ্গে যুক্ত। দুষ্কৃতিকারীরা এপথে অবৈধ মালামাল এবং অপহৃতদের এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতো।'
'ইতোমধ্যেই আমরা বিএসএফ'কে সুড়ঙ্গের ভারতীয় দিকটি বন্ধ করার অনুরধ করেছি,' তিনি যোগ করেন।
এদিকে উদ্ধারকৃত দিলওয়ারের বরাত দিয়ে আসাম পুলিশ আরও বলছে, বাংলাদেশের সঙ্গে করিমগঞ্জের ৯২ কিলোমটার সীমান্তে অন্তত ৬৩টি প্রাকৃতিক ফাঁক-ফোকর রয়েছে, পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ও ভুমিক্ষয়ের কারণেই এভাবে সুড়ঙ্গ তৈরি হয়ে থাকে। আর তার সুযোগ নেয় অপরাধী চক্র।
স্থানীয় গণমাধ্যম সূত্র দাবি করে, এমন অন্তত ২২টি সুরঙ্গের কথা জানলেও সেগুলো বন্ধ করতে পারেনি বিএসএফ। আর ওইসব এলাকায় অপরাধ তৎপরতা ও অনুপ্রবেশ প্রায় নিত্য-নৈমেত্তিক ঘটনা। ২০১৮ সালেও করিমগঞ্জের মদনপুর এলাকায় গরু চোরাচালানে ব্যবহৃত এমন এক সুরঙ্গ আবিষ্কার হয়।
- সূত্র: টাইমস অব ইন্ডিয়া