চট্টগ্রামে ফের চালু হলো ওয়াটার বাস
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চট্টগ্রামে চালু হলো ওয়াটার বাস সার্ভিস। ফলে চট্টগ্রামের বিদেশগামী যাত্রীরা যানজট এড়িয়ে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে চট্টগ্রামের সদরঘাট থেকে শাহ আমানত বিমান বন্দরে পৌঁছাতে পারবে ।
রোববার (০৩ জানুয়ারি) এটি চালু করা হয়। জানতে চাইলে ওয়াটার বাস সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান এস এস ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শাবাব হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বর্তমানে বিমান চলাচল শুরু হওয়ায় আজ থেকে ফের ওয়াটার বাস চালু করা হয়েছে। এখন থেকে নিয়মিত দুটি ওয়াটার বাস চলাচল করবে।
এর আগে ২০১৯ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রামে ওয়াটার বাস সার্ভিস উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ব্যাপক সাড়া ফেললেও দুই মাসের মাথায় করোনার কারণে বন্ধ হয়ে যায়। মূলত করোনায় বিমান চলাচল বন্ধ থাকায় সার্ভিসটি চালু ছিল না। নতুন করে আবার চালু হওয়ায় বিমানবন্দরগামী যাত্রীদের ভোগান্তি কমবে।
চট্টগ্রাম নগরের অন্যান্য স্থান থেকে শাহ আমানত বিমানবন্দর যাতায়াতে লোকজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর ও কিছু বেসরকারি কন্টেইনার ডিপোর মালামাল পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যানের কারণে ওই পথে নিত্য যানজট লেগে থাকে। যানজটে পড়লে শহরের এসব এলাকা থেকে বিমানবন্দরে পৌঁছতে দেড়-দুই ঘণ্টা সময় লেগে যায়।
নতুন করে এরই মধ্যে পতেঙ্গা টু লালখানবাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার নির্মাণকাজ শুরু হয়ে গেছে। বর্তমানে যার আগ্রাবাদ অংশের কাজও চলমান রয়েছে। একারণে ওই পথে পতেঙ্গা যাওয়া আরো দুরূহ হয়ে পড়বে। যার মুক্তি হিসেবে বিমানযাত্রীরা মাত্র ত্রিশ মিনিটে সহজেই পতেঙ্গা যেতে পারবেন ওয়াটার বাসের মাধ্যমে।