প্রিয়াঙ্কাকে পুলিশের ‘ধমক’!
করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেন) দাপটে যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এমন দিনে বাসা থেকে বের হয়ে ব্রিটিশ পুলিশের 'ধমক' খেলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তাকে নোটিশ পাঠিয়ে সতর্ক করা হয়েছে।
প্রিয়াঙ্কা এখন রয়েছেন লন্ডনে, স্বামী নিক জোনাসের সঙ্গে। মূলত আসন্ন চলচ্চিত্র 'টেক্সট ফর ইউ'র শুটিংয়ের কাজে সেখানে তিনি। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা ছিল তার। কিন্তু করোনার দাপটে আচমকা লকডাউন শুরু হওয়ায় সেখানে ফিরতে পারেননি প্রিয়াঙ্কা।
এরইমধ্যে একদিন প্রিয়াঙ্কা ও তার মা মধু চোপড়ার দেখা মেলে একটি স্থানীয় স্যালোঁতে। ওই ছবি প্রকাশ্যে আসার পর তাকে ও স্যালোঁ কর্তৃপক্ষকে সাবধান করে দেয় ব্রিটিশ পুলিশ। অবশ্য লকডাউন বিধি প্রথমবার ভেঙেছেন বলে তাকে জরিমানা করা হয়নি।
এ ঘটনার পর টিম প্রিয়াঙ্কা চোপড়ার পক্ষ থেকে মুখ খোলা হয়। জানানো হয়, ব্যক্তিগত কাজে নয়, বরং হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই ওই স্যালোঁয় গিয়েছিলেন তিনি।
- সূত্র: জি নিউজ