৩৩ কোটি টাকায় বিক্রি হলো টিনটিন অ্যাডভেঞ্চারের বাতিল প্রচ্ছদ
জনপ্রিয় কার্টুন চরিত্র টিনটিনের একটি দুর্লভ পেইন্টিং সম্প্রতি রেকর্ড দামে বিক্রি হয়েছে। চিত্রকর্মটি এঁকেছেন বেলজিয়ান কার্টুনিস্ট হার্জ। বৃহস্পতিবার নিলাম সংস্থা 'আর্টকিউরিয়াল' এ এই চিত্রকর্মটি ৩৯ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়, যা তেত্রিশ কোটি টাকারও বেশি!
১৯৩৬ সালে করা এই ইলাস্ট্রেশনটি মূলত হার্জ এর পঞ্চম টিনটিন বই 'দ্য ব্লু লোটাস' এর প্রচ্ছদের জন্যে আঁকা হয়েছিল। চিত্রটিতে দেখা যাচ্ছে, তরুণ হিরো তার প্রিয় কুকুরকে নিয়ে একটি তুষারাবৃত সিরামিকের পাত্রে লুকিয়ে আছেন। এই চিত্রকর্মটি আঁকা হয়েছিল গুয়াশ, কালি এবং জলরঙ দিয়ে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোটি কোটি টাকায় বিক্রি হওয়া প্রচ্ছদটি পুনরুৎপাদনে অনেক বেশি খরচ হবে বলে সে সময় বাতিল করে দেয়া হয় । নিলামে বিক্রির সময় নিলাম হাউজ কর্তৃপক্ষই এই তথ্য জানায়।
'দ্য ব্লু লোটাস' এর বিক্রির দাম সত্যিকার অর্থে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ধারনা করা হচ্ছিলো যে এটি হয়তো ২৭ লাখ- ৩৪ লাখ ডলারের মধ্যে বিক্রি হবে। কিন্তু ৩৯ লাখে বিক্রি হবার পর এটি এক নতুন রেকর্ড তৈরি করেছে। হার্জ এর জন্য তো বটেই, এটি এখন পর্যন্ত যেকোনো অরিজিনাল কমিক স্ট্রাইপ কাজের ক্ষেত্রে সর্বোচ্চ দাম পাওয়া প্রচ্ছদ।
'আর্টকিউরিয়াল' এর কমিক স্ট্রাইপ বিশেষজ্ঞ এরিক লিরয় এব্যাপারে বলেন, "আমি এই চিত্রকর্মের বিশেষ সৌন্দর্যকেই ধন্যবাদ জানাই। এটি একটি মাস্টারপিস এবং এটি আসলেই বিশ্বরেকর্ড করার যোগ্য ছিল। এর মাধ্যমে আবারও কমিক স্ট্রাইপের গুরুত্ব প্রমাণিত হয়েছে," নিলাম শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরিক এসব কথা বলেন।
এরিক আরও জানান, এই চিত্রকর্মটি একদমই আলাদা কারণ এটি এর আগে কখনো বাজারে আসেনি। এটি হার্জের জাদুঘরেই ছিল এবং ১৯৮৮ সালে টিনটিন কমিক বই সিরিজের প্রদর্শনিতে ছিল শুধু।
টিনটিনের এই প্রচ্ছদটি হার্জ তার চীনা বন্ধু চং থেকে অনুপ্রাণিত হয়ে এঁকেছিলেন। ১৯৩৫ সালে ব্রাসেলসে চং এর সঙ্গে হার্জ এর দেখা হয়েছিল। চং তাকে নিজের দেশ চীনের নিজস্ব সংস্কৃতির কথা জানান, সেই গল্প থেকে অনুপ্রাণিত হয়েই হার্জ এর এই 'দ্য ব্লু লোটাস'।
বিতর্কিত অতীত
'দ্য ব্লু লোটাস' এর সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে আর কিছু চমকপ্রদ তথ্য। ১৯২০'র দশকের এই টিনটিনের স্রষ্টা হার্জ এর আসল নাম জর্জেস রেমি।
টিনটিন উপাখ্যান অনূদিত হয়েছে বেশ কয়েকটি ভাষায়। এছাড়াও এই গল্প রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, থিয়েটার ও ভিডিও গেমসেও এসেছে বহুবার।
এতো জনপ্রিয়তার পরও টিনটিন অ্যাডভেঞ্চার বিতর্কের শিকার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হার্জ টিনটিন স্ট্রাইপ একটি বেলজিয়ান খবরের কাগজে প্রকাশ করেন, সংবাদপত্রটি নাৎসি বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল।
এছাড়াও 'টিনটিন ইন দ্য কঙ্গো', যেটি ১৯৩০-১৯৩১ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, সেখানে বর্ণবাদের প্রকাশ ঘটেছে। বইটিতে আফ্রিকান আদিবাসীদের স্রেফ সভ্যতার প্রয়োজনে আসা একটি নিম্ন জাতি হিসেবে উল্লেখ করা হয়।
- সূত্র: সিএনএন