আগামী বছর যুক্তরাষ্ট্রে কপিরাইটমুক্ত হচ্ছে টিনটিন ও পপাই, আরও যেসব বিখ্যাত শিল্পকর্ম রয়েছে
২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পাবলিক ডোমেইনে যুক্ত হতে যাচ্ছে পপাই ও টিনটিনের মতো জনপ্রিয় কমিক চরিত্র। ১৯২৯ সালে প্রথম প্রকাশিত এই চরিত্রগুলো যুক্তরাষ্ট্রে এখন থেকে কপিরাইট ছাড়াই ব্যবহার করা যাবে। এর অর্থ, যে কেউ অনুমতি বা অর্থ প্রদানের প্রয়োজন ছাড়াই এগুলো ব্যবহার করতে পারবেন।
গত বছর মিকি মাউসের প্রথম কার্টুন 'স্টিমবোট উইলি' কপিরাইট মুক্ত হয়েছিল। এবার আরও ১২টি মিকি মাউস কার্টুন পাবলিক ডোমেইনে যুক্ত হচ্ছে।
মিকি মাউস, পপাই কিংবা টিনটিন ছাড়াও এবছর যুক্তরাষ্ট্রের পাবলিক ডোমেইনে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্য, সংগীত ও চলচ্চিত্র যুক্ত হচ্ছে, যেগুলোর কপিরাইটের ৯৫ বছরের মেয়াদ শেষ হয়েছে।
ডিউকের সেন্টার ফর দ্য স্টাডি অফ দ্য পাবলিক ডোমেইনের পরিচালক জেনিফার জেনকিন্স বলেন, 'এটি একটি অসাধারণ সংগ্রহ! মিকি মাউসের নতুন ১২টি কার্টুন এবার পাবলিক ডোমেইনে আসছে, যেখানে সে প্রথম কথা বলে এবং সাদা গ্লাভস পরে। এছাড়া ফকনার ও হেমিংওয়ের সাহিত্যকর্ম, আলফ্রেড হিচকক, সিসিল বি. ডি মিল এবং জন ফোর্ডের প্রথম সাউন্ড ফিল্ম, এবং ফ্যাটস ওয়ালার, কোল পোর্টার ও জর্জ গার্শউইনের সংগীত এবার মুক্ত হতে চলেছে।'
পপাই দ্য সেইলর ম্যান-এর স্রষ্টা আমেরিকান কার্টুনিস্ট এলজে সিগার। ১৯২৯ সালে প্রথম এই চরিত্রটি 'থিম্বল থিয়েটার' নামের একটি পত্রিকার কমিক স্ট্রিপে প্রকাশিত হয়। পরে তার পালং শাক খাওয়া শক্তি ও ওলিভ ওয়েলের সঙ্গে মজার সম্পর্ক বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠে। তবে, পপাইয়ের প্রথম দিকের সংস্করণগুলোই শুধুমাত্র পাবলিক ডোমেইনে যুক্ত হবে। তার পরবর্তী দিকের বৈশিষ্ট্য বা প্লট এখনও কপিরাইট আইনের অধীনে থাকতে পারে।
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কমিক চরিত্রগুলোর মধ্যে একটি হলো টিনটিন। তার প্রথম বইটি ১৯২৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। ক্ষুদে রিপোর্টার টিনটিনের মাথায় টিকির মতো বাঁকানো লালচে-সোনালী চুল এবং সঙ্গী কুকুর স্নোয়ির সঙ্গে তার অ্যাডভেঞ্চারগুলো বিশ্বের অনেক পাঠকের শৈশবের অংশ হয়ে উঠেছে। তবে টিনটিনের লাল চুল ও নির্দিষ্ট চেহারার কিছু দিক পরবর্তীতে যোগ করা হয়েছে, যেগুলো এখনো কপিরাইট সুরক্ষিত থাকতে পারে।
সাহিত্যকর্মের মধ্যে উইলিয়াম ফকনারের বিখ্যাত উপন্যাস 'দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি' এবং আর্নেস্ট হেমিংওয়ের 'অ্যা ফেয়ারওয়েল টু আর্মস' এবার কপিরাইট মুক্ত হবে।
এছাড়া ভার্জিনিয়া উলফের নারীবাদী আন্দোলনের গুরুত্বপূর্ণ রচনা 'অ্যা রুম অব ওয়ানস ওন' এবং জন স্টেইনবেকের প্রথম উপন্যাস 'অ্যা কাপ অব গোল্ড' পাবলিক ডোমেইনের অংশ হবে।
চলচ্চিত্রের ক্ষেত্রে, আলফ্রেড হিচককের প্রথম সাউন্ড ফিল্ম 'ব্ল্যাকমেইল', জন ফোর্ডের 'দ্য ব্ল্যাক ওয়াচ', এবং মারক্স ব্রাদার্সের প্রথম চলচ্চিত্র 'দ্য কোকোনাটস' যুক্ত হচ্ছে।
সঙ্গীতের মধ্যে, ১৯২৯ সালের বেশ কিছু জনপ্রিয় গান যেমন- ফ্যাটস ওয়ালারের 'এইন্ট মিসবিহ্যাভিন', কোল পোর্টারের 'টিপটো থ্রু দ্য টিউলিপস', এবং জর্জ গার্শউইনের 'র্যাপসোডি ইন ব্লু' ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এছাড়া, ১৯২৯ সালের অস্কারজয়ী প্রথম সাউন্ড ফিল্ম 'দ্য ব্রডওয়ে মেলোডি' এবং মারিয়ান অ্যান্ডারসনের 'নোবডি নোজ দ্য ট্রাবল আই হ্যাভ সিন'-এর মতো গানও কপিরাইট মুক্ত হচ্ছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন