সাকিবের টোটকায় মিরাজের বদলে যাওয়া
'শেষ তিন-চারটি আন্তর্জাতিক ম্যাচে আমি অতটা ভালো করতে পারিনি। তবে আমার জন্য বাড়তি সুবিধা থাকবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ, তাদের বিপক্ষে যেন ভালো করতে পারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে খেলা টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই আমি ভালো করেছি।' কথাগুলো মেহেদী হাসান মিরাজের, বলেছিলেন গত ১৩ জানুয়ারি।
নিজের বলা কথার প্রমাণ প্রথম ওয়ানডেতে দিতে পারেননি ডানহাতি এই অফ স্পিনার। ২৯ রান খরচায় এক উইকেট নিলেও নিজের বোলিংয়ে সন্তুষ্ট ছিলেন না মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে স্পিন ভেল্কি দেখিয়েছেন তরুণ এই ক্রিকেটার। ২৫ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ার সেরা। দারুণ এই বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার ঝুলিতে।
এক ম্যাচ পরই অন্য চেহারায় মিরাজ। কীভাবে এটা সম্ভব হয়েছে, তা তিনি নিজেই জানিয়েছেন। প্রথম ওয়ানডেতে মনমতো বোলিং করতে না পারায় সাকিব আল হাসান ও স্পিন বোলিং কোচের 'প্রক্সি' দিয়ে আসা সোহেল ইসলামের সঙ্গে কথা বলেন মিরাজ। তাদের দেওয়া পরামর্শ কাজে লেগেছে বলে জানালেন তিনি।
মিরাজ বলেন, 'আজকের বোলিংয়ে আমি খুবই খুশি। আগের ম্যাচে যে জায়গায় বল করেছি, তাতে আমি খুশি ছিলাম না। আমি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের স্পিন বোলিং কোচের সঙ্গে কথা বলেছি এ ব্যাপারে। তাদের কাছ থেকে কিছু বিষয় জেনেছি, যা কাজে লেগেছে।'
ওয়ানডেতে এরআগে একবারই ম্যাচসেরা হয়েছেন মিরাজ, সেটা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৮ সালে সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তরুণ এই ক্রিকেটার। ঘরের মাঠে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এবার আরও কিপ্টে বোলিংয়ে ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি।
এক ম্যাচ বাকি থাকতেই দলের সিরিজ জয়, যেখানে তার বড় অবদান। সব মিলিয়ে মিরাজের ঠোটে চওড়া হাসি, 'আমি খুবই খুশি কারণ অনেকদিন পর আমি ম্যাচসেরা হয়েছি। আজকের বোলিং নিয়ে খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচের পর আমি ভেতরে ভেতরে একটু হতাশ ছিলাম। কিন্তু আজকের বোলিংয়ের পর অনেক ভালো লেগেছে।'