হোয়াইটওয়াশ ও ১০ পয়েন্ট অর্জনের লড়াই
ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণার পরই যেন সিরিজের ফয়সালাটা হয়ে গিয়েছিল। বাংলাদেশের হাতে সিরিজ জয়ের ট্রফি দেখতে পাচ্ছিলেন অনেকে। ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্যারিবীয় কোচ ফিল সিমন্সও নির্দ্বিধায় বাংলাদেশের গায়ে ফেবারিটের তকমা জুড়ে দেন। এখন পর্যন্ত অনুমেয় হিসাবেই সব কিছু হয়েছে। প্রথম দুই ম্যাচে শাসন করা বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে।
বাকি ওয়ানডেতে তামিম ইকবালের দলের দৃষ্টি স্বাভাবিকভাবেই জয়ে। যে জয়ে দুটি লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ। ১৪তম বারের মতো হোয়াইটওয়াশের স্বাদ মিলবে, পাশাপাশি বাংলাদেশের ঝুলিতে জমা হবে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের আরও ১০ পয়েন্ট। ৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে যাবে বাংলাদেশ।
তাই সিরিজ জিতে থাকলেও তৃতীয় ম্যাচে নিবেদনে ঘাটতি রাখতে চান না অধিনায়ক তামিম ইকবাল। ক্যারিবীয়দের শক্তিমত্তা নিয়েও সন্দেহ নেই তার, 'আমরা সিরিজ জিতে গেছি। তবে আরও ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততোটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল এবং যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।'
এ কারণেই তৃতীয় ওয়ানডেতে বেশি পরীক্ষা-নীরিক্ষা থেকে সরে এসেছে বাংলাদেশ। তামিম বলেন, 'আমরা খুব অল্প কিছু পরিবর্তন করতে পারি। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে, অতীতে যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ।'
দ্বিতীয় ম্যাচের পর অনেক পরির্তনের আভাস দিলেও রোববার তামিমের কণ্ঠে ছিল ভিন্ন সুর। বাংলাদেশ অধিনায়কের কথায় মনে হয়েছে, একাদশে দুই-একটি পরিবর্তন দেখা যেতে পারে। পুরোপুরি ফিট হয়ে ওঠা মোহাম্মদ সাইফউদ্দিনের খেলা অনেকটাই নিশ্চিত। অভিষেক হতে পারে অলরাউন্ডার শেখ মাহেদী হাসানের। একাদশ থেকে বাদ পড়তে পারেন রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
মুস্তাফিজ টেস্ট দলের বিবেচনায় না থাকায় তৃতীয় ওয়ানডেতেও তার খেলার সম্ভাবনা প্রবল। তবে হাসান মাহমুদকে নাও খেলানো হতে পারে। প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হওয়া ডানহাতি পেসারের জায়গায় খেলানো হতে পারে অনভিষিক্ত শরিফুল ইসলামকে। বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্টের কথা বলা হলেও সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এবং প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বলে এসব পরিবর্তন নিয়ে ভাবার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে এরআগেও সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদেরকে হোয়াইটওয়াশ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। সোমবারের ম্যাচটি জিতলে দ্বিতীয়বারের মতো ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ নেবে বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রেকর্ড বাংলাদেশের হয়ে কথা বলছে। এই ভেন্যুতে ওয়ানডেতে এরআগে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-উইন্ডিজ। সেই ম্যাচে ক্যারিবীয়দের মাত্র ৬১ রানে অলআউট করে ৮ উইকেটে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এবারের মতো সেটাও ছিল সিরিজের শেষ ওয়ানডে। তবে সেবার বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয় নিশ্চিত করে চট্টগ্রামে এসেছিল।