খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন সাকিব
কুঁচকিতে টান লাগায় ম্যাচের মাঝখানে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান। টান লাগার পর জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো মাঠে ঢোকেন, বোঝার চেষ্টা করেন সাকিবের অবস্থা। এ সময় সাকিব ট্রেচিং করে নিজের অবস্থা বুঝতে চাইছিলেন। কিছুক্ষণ পর সাকিব জানান, খেলার অবস্থা নেই তিনি।
ইনিংসের ৩০তম ওভারটি করছিলেন সাকিব। ব্যাটসম্যান ছিলেন রভম্যান পাওয়েল। নিজের বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। ওভার শেষ না করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। বাকি থাকা বলটি করে দেন সৌম্য সরকার।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'সাকিবের কুঁচকিতে টান লেগেছে। এখনই তার সম্পর্কে বলা যাচ্ছে না। তবে আজ আর মাঠে নামতে পারবেন না সাকিব। পর্যবেক্ষণের পর বাকিটা বোঝা যাবে।'
মুস্তাফিজের পর সাইফউদ্দিনের তোপ
দ্রুতই তিন উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন এনক্রুমাহ বোনার ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। চতুর্থ উইকেটে ৩২ রানের জুটি গড়েন এ দুজন। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে এই জুটি ভেঙেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। কেবল জুটি ভাঙাই নয়, দুজনকেই আউট করেছেন চলতি সিরিজে প্রথম ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের এই পেসার।
৩১ রান করা বোনারের স্টাম্প উপড়ে নেন সাইফউদ্দিন। পরের ওভার করতে এসে ১৭ রান করা জেসন মোহাম্মদকেও ফিরিয়ে দেন তরুণ এই অলরাউন্ডার। ২৬ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ১০২ রান।
ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ
ব্যাট হাতে ৫০ ওভার ভালোই কেটেছে বাংলাদেশের। চার হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯৭ রানের বড় সংগ্রহ গড়েছে তামিম ইকবালের দল। বল হাতেও দাপট দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবীয়দের কোণঠাসা করে ফেলেছেন মুস্তাফিজর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমদেরা।
৪৭ রানের মধ্যেই ইন্ডিজের তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন মুস্তাফিজ ও মিরাজ। দ্রুত উইকেট হারিয়ে ফেলায় রান তোলার গতি ঝিমিয়ে গেছে ক্যারিবীয়দের।
আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও প্রথম আঘাতটি করেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই কেয়র্ন ওটলিকে ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। দ্বিতীয় শিকারটিও তার। দলীয় ৩০ রানে সুনীল আমব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন মুস্তাফিজ। তিন ম্যাচেই মুস্তাফিজের শিকারে পরিণত হয়েছে উইন্ডিজ ওপেনার আমব্রিস।
বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলীয় ৪৭ রানে কাইল মেয়ার্সকে সাজঘর দেখিয়ে দেন ডানহাতি এই স্পিনার। তিন বছর তিন মাস পর ওয়ানডে খেলতে নামা তাসকিন আহমেদও ভালো বোলিং করে যাচ্ছেন। ৪ ওভারে তার খরচা মাত্র ৮ রান।