চার মোবাইল অপারেটেরের কাছে বিটিআরসি’র পাওনা ১৩ হাজার কোটি টাকা
দেশের চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরের কাছে ১৩,২২৬ কোটি টাকা পাবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সাংসদ শহিদুজ্জামান সরকার- এর এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। প্রথম আলো প্রকাশিত এক সংবাদ সূত্রে এব্যাপারে জানা যায়।
অপারেটরগুলো হলো; গ্রামীণ ফোন, রবি, সিটিসেল (বর্তমানে বন্ধ) এবং রাষ্ট্রায়ত্ত টেলিটক।
এদের মধ্যে, সর্বশেষ নিরীক্ষা অনুসারে গ্রামীণ ফোন এবং রবির কাছে পাওনা রয়েছে। অন্যদিকে, সিটিসেলের দেনা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে নির্ধারিত।