বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ করোনায় আক্রান্ত
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও প্রখ্যাত অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ (৮১) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর মিরপুরের বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে।
তার ভাই, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউজ কনসালট্যান্ট খোন্দকার মুহাম্মদ খালেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, প্রখ্যাত এই অর্থনীতিবিদ দিনকয়েক আগে ভাইরাসটিতে আক্রান্ত হন; একইসঙ্গে আক্রান্ত হন নিউমোনিয়ায়ও।
'তখন তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আইসিউতে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি উন্নত হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।'
মুহাম্মদ খালেদ আরও জানান, লো ব্লাড প্রেসারের কারণে তার ভাইকে আজ (মঙ্গলবার) সকালে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।
সম্প্রতি ইনডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে যোগ দেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ২০০১-২০০৬ সময়কালে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশের ব্যাংকিং খাতের সঙ্গে প্রায় ৬ দশক ধরে সম্পৃক্ত রয়েছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন তিনি। এছাড়া, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) চেয়ারম্যানও ছিলেন।
ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য খোন্দকার ইব্রাহিম খালেদ ২০০৯ সালে খান বাহাদুর আহসানউল্লাহ গোল্ড মেডেল এবং ২০১৩ সালে খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন।