২৬ মার্চ টুঙ্গিপাড়া যেতে পারেন মোদি
বাংলাদেশের স্বাধীনতার অর্ধ-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথমদিনেই তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, 'তিনি (মোদি) টুঙ্গিপাড়া যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত করা বাকি।'
আগামী ২৭ মার্চ ঢাকায় দিপাক্ষিক সম্মেলন পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি। এর মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে বলেও আশা করা হচ্ছে।
মহান স্বাধীনতা দিবসের ৫০তম বার্ষিকীতে মোদিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দুই দেশ যৌথভাবে দিবসটি উদযাপন করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "সফর একদম নিশ্চিত। সকল প্রস্তুতি চলছে। এদিন অনেক আয়োজনও থাকবে। সবকিছু সঠিকভাবে বাস্তবায়নের কাজ কোনো-রকম ত্রুটি ছাড়াই এগিয়ে চলেছে।"
এদিকে সম্মেলনের আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে চারটি সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেসব বৈঠকের ভিত্তিতেই নির্ধারিত হবে ২৭ মার্চ প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনার বিষয়বস্তু।
দুই দেশের পানি সম্পদ সচিবদের মধ্যে বৈঠক হবে নয়াদিল্লিতে। অন্যদিকে, বাণিজ্য, স্বরাষ্ট্র এবং নৌ-পরিবহন সচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়।