তামিমকে ছাড়িয়ে সবার উপরে মুমিনুল
চট্টগ্রামে ম্যাচ মানেই মুমিনুল হকের ব্যাটে রানের ফুলঝুরি। প্রতিপক্ষ যেই হোক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুলের ব্যাটিং-শাসন অতি পরিচিত দৃশ্য। বাংলাদেশের টেস্ট অধিনায়ক আরও একবার অনিন্দ সুন্দর ব্যাটিং করে দেখালেন তার প্রিয় এই ভেন্যুতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অসাধারণ একটু সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
১১৫ রানের এই ইনিংস দিয়ে বেশ কয়েকটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মুমিনুল। টেস্টে এটা তার দশম সেঞ্চুরি। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার টেস্টে ৯টি সেঞ্চুরির মালিক।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে ৩ হাজার রান ছুঁতে মুমিনুলের দরকার ছিল ১৪০ রান। প্রথম ইনিংসে ২৬ রান করে কিছুটা পথ এগিয়ে রেখেছিলেন। দ্বিতীয় ইনিংসে হেসে ওঠে তার ব্যাট। দৃষ্টিনন্দন সব শটে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। তাতে পূর্ণ হয় টেস্টে তিন হাজার রানও।
এই মাইলফলকেও তামিম ইকবালের সঙ্গে নিজের নামটি জড়িয়েছেন মুমিনুল। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে মুমিনুল ব্যাটিং করেছেন ৭৬ ইনিংসে। এই রেকর্ডে দ্রুততম তামিমেরও লেগেছিল ৭৬ ইনিংস। সেঞ্চুরিতে পেছনে ফেললেও দ্রুততম ৩ হাজার রানের মাইলফলকে তামিমের সঙ্গেই থাকতে হচ্ছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে।
বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৪০ (৪০.৮৫) এর উপরে ব্যাটিং গড়ের মালিক মুমিনুল আরেকটি রেকর্ডে নাম বসিয়েছেন মাহেলা জয়াবর্ধনে, ডন ব্র্যাডম্যান, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারাদের পাশে। টেস্ট ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে একই ভেন্যুতে ৭টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ১০টি সেঞ্চুরির মধ্যে ৭টি সেঞ্চুরি জহুর আহমেদেই করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
তালিকায় সবার উপরে শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। সাবেক ডানহাতি এই ব্যাটসম্যান কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১১টি সেঞ্চুরি করেছেন। দুই নম্বরে আছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান স্যার ডান ব্র্যাডম্যান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তার সেঞ্চুরি ৯টি। কেপটাউনের নিউল্যান্ডসে ৯টি সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস তিন নম্বরে।
মাহেলা জয়াবর্ধনের প্রিয় ভেুন্য সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি ৮টি। এরপরই মুমিনুল, তবে যৌথভাবে। একই ভেন্যুতে ৭টি সেঞ্চুরি আছে মাইকেল ক্লার্ক, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের। অ্যাডিলেইড ওভালে ৭টি সেঞ্চুরি করেছেন ক্লার্ক। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭টি করে সেঞ্চুরি আছে সাঙ্গাকারা ও জয়াবর্ধনের।
মুমিনুল যেন সাগরিকার সুপারম্যান। চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এলেই তার ব্যাট হয়ে ওঠে চওড়া তরোবারি। সেই তরবারিতে কখনও প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম করে দেন তিনি, আবার কখনও দলকে উদ্ধার করেন মহা বিপদের হাত থেকে।