৮ রানের বেদনায় ডা সিলভার চোখে জল
অসাধারণ এক ইনিংস। দলের দুঃসময়ে যা মহা কার্যকর ভূমিকা রেখেছে। তবু মাঠ ছাড়ার সময় জশুয়া ডা সিলভার শরীরটা যেন ভারী হয়ে উঠলো। মাথা নিচু করে রাজ্যের হতাশা নিয়ে মাঠ ছাড়ছিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। না পারার বেদনায় চোখ ভিজে উঠলো, ঝরে পড়লো দুই-এক ফোটা চোখের জলও।
এই হতাশা ৮ রান করতে না পারার, টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিতে না পারার। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৯২ রান করে আউট হয়েছেন ডা সিলভা। কষ্টে তাই চোখের জল ধরে রাখতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। ম্যাচ শেষে ডা সিলভা নিজেই জানালেন চোখ ভিজে ওঠার কথা।
দ্বিতীয় দিনের খেলা শেষে ২২ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার বলেন, 'হাফ সেঞ্চুরি করেছি, তবে এটা যথেষ্ট ছিল না। আমি ৯২ রানে আউট হয়ে যাই, বিধ্বস্ত মনে হচ্ছিল। ফেরার পথে দুই-এক ফোটা চোখের জলও পড়েছে। টেস্ট ক্রিকেট মানেই হলো ব্যাটিংয়ে সময় কাটানো। বেশিক্ষণ ব্যাটিং করলে ব্যাপারটা সহজ হয়ে যায়। আপনাকে মুখ চেপে টিকে থাকতে হবে, এরপরই রান আসবে।'
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন ডা সিলভা। কিন্তু উইকেটে তার ব্যাটিং দেখে তা বোঝার উপায় নেই। দলের দুঃসময়ে কীভাবে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়, জানা আছে তার। প্রথম টেস্টে কাইল মেয়ার্সের সঙ্গে তার ১০০ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল।
দ্বিতীয় টেস্টেও কান্ডারির ভূমিকায় দেখা মিললো তার। কিন্তু দলকে ভালো অবস্থানে নিয়ে গেলেও ৮ রানের ঘাটতি জ্বালা দিচ্ছে তাকে, '৮ রান করতে পারায় কেমন অনুভূতি হচ্ছে, সেটা প্রকাশ করার মতো অবস্থা আমার নেই। দ্বিতীয়বারের মতো এমন হলো। আশা করি পরবর্তীতে আমি আর আউট হবো না।'
বাংলাদেশের বোলিং মূলত স্পিন নির্ভর। তাতে অবশ্য ভয় নেই ডা সিলভার। ১৯টি প্রথম শ্রেণি ও ১২টি লিস্ট 'এ' ম্যাচ খেলা ডানহাতি এই ব্যাটসম্যান জানালেন, স্পিনের বিপক্ষে তিনি সব সময়ই ভালো, 'আমি সব সময়ই স্পিনের বিপক্ষে ভালো। ধীর গতি বা লো উইকেটের জন্য আমি সেভাবেই নিজেকে তৈরি করেছি। ভিন্ন পরিবেশ হলেও ঘরের মাঠের সঙ্গে মিল আছে এখানকার।'
আলজারি জোসেফের সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন ডা সিলভা। জোসেফ খেলেন ৮২ রানের ইনিংস। সতীর্থর প্রশংসা করে ডা সিলভা বলেন, 'আলজারির ওপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। যখন সে পেস আক্রমণের বিপক্ষে ব্যাটিং করে, তখন তাকে নিয়ে আমি আরও আত্মবিশ্বাসী থাকি। তবে তার স্পিনের বিপক্ষেও ব্যাটিং করতে পারা উচিত।'
ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে। তাদের করা ৪০৯ জবাবে ১০৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে আরও ১০৫ রান করতে হবে মুমিনুল হকের দলকে। তবে এগিয়ে থাকলেও এটাকে নিশ্চিত ধরছেন না ডা সিলভা, 'আমরা এগিয়ে আছি তবে এটাকে নিশ্চিত ধরে নিলে চলবে না। আমাদের বাকি উইকেটগুলো নিয়ে নিতে হবে। পরের ইনিংসের উইকেট নিয়ে তারপর আমাদের টেস্ট জিততে হবে।'