মারডকের প্রতিষ্ঠানকে কনটেন্টের বিনিময়ে অর্থ পরিশোধ করবে গুগল
নিজের প্ল্যাটফর্মে বিভিন্ন সংবাদ ওয়েবসাইট থেকে পাওয়া কনটেন্ট প্রকাশ করার জন্য মিডিয়া মোগল রুপার্ট মারডকের নিউজ করপোরেশনকে অর্থ দিতে রাজি হয়েছে গুগল। এক বিবৃতিতে নিউজ কর্পোরেশন জানিয়েছে, 'উল্লেখযোগ্য পারিশ্রমিকের' বিনিময়ে এটি কনটেন্ট ভাগ করে নেওয়া হবে।
রুপার্ট মারডক বহুদিন ধরে গুগল ও অন্যান্য ইন্টারনেট প্ল্যাটফর্মকে স্থানীয় সংবাদমাধ্যমের খবর (কনটেন্ট) ব্যবহারের জন্য নির্দিষ্ট মূল্য পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন।
অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের আইন প্রণেতাদের চাপের মুখে গুগল গত বছর জানায়, তারা কিছু প্রকাশককে কনটেন্টের বিনিময়ে অর্থ প্রদান শুরু করবে।
নিউজ কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ রবার্ট থমসন বিবিসিকে বলেন, 'এমন একটি সিদ্ধান্তের জন্য আমি খুবই কৃতজ্ঞ। বাণিজ্যের এই পরিবর্তন শুধু নিউজ কর্পের জন্যই নয়, প্রতিটি প্রকাশকের জন্য সুফল বয়ে আনবে।'
দ্য সান, দ্য টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য অস্ট্রেলিয়ানের মতো প্রকাশনাগুলো নিউজ কর্পের অন্তর্গত।
এর আগে গুগল গত বছর ঘোষণা দেয়, তাদের ১০০ কোটি ডলার উদ্যোগের অংশ হিসেবে 'হাই কোয়ালিটি কনটেন্টে'র ওপর লাইসেন্স আরোপ করতে চলেছে। পাশাপাশি 'গুগল নিউজ শোকেস' কর্মসূচীতে অংশ নিতে এটি জার্মানি, ব্রাজিল ও যুক্তরাজ্যের শতাধিক সংবাদমাধ্যমকে স্বাক্ষর করিয়েছে।
শুধু অর্থ পরিশোধের দিক থেকেই নয়, পণ্য প্রচারণার ক্ষেত্রেও গুগলের নিউজ শোকেস ভিন্ন। এটি সংবাদ প্রতিষ্ঠানগুলোকেও অধিক খবরদারির সুযোগ করে দেয়; কোন স্টোরিটি প্রচার করা হবে এবং কীভাবে তা ব্যবহারকারীদের কাছে উপস্থাপিত হবে- তা নির্ধারণ করে।
নিউজ কর্পের এ সংবাদের ঠিক একদিন পরেই, বুধবার অস্ট্রেলিয়ার সংসদের নিম্নকক্ষে পাস হওয়া নতুন এক আইন অনুযায়ী ঘোষণা আসে, অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশ করার জন্য দেশটির গণমাধ্যমকে অর্থ প্রদান করতে হবে ফেসবুক ও গুগলের।
এই পরিকল্পনা শুনে গুগল তার সার্চ ইঞ্জিনের কার্যক্রম বন্ধ করে দেবার হুমকি দিয়েছে। ফেসবুকও জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে দেশটিতে নিউজ কনটেন্ট দেখা বা শেয়ারের সুযোগ সীমিত রাখা হবে।
এদিকে গুগলের সঙ্গে তিন বছরের এই চুক্তির অংশ হিসেবে আরও দুটি সংস্থা সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মে সহযোগিতা করবে বলে জানিয়েছে নিউজ কর্প। তারা বিজ্ঞাপন থেকে অর্জিত আয় ভাগ করবে এবং ইউটিউবে ভিডিও সাংবাদিকতায় বিনিয়োগ করবে।
বলে রাখা ভালো, ইউটিউব গুগলের সঙ্গে একই 'প্যারেন্ট কোম্পানি'র অধীন।
নিউজ কর্প এর আগে অ্যাপল ও ফেসবুকের সঙ্গে অর্থ পরিশোধের বিভিন্ন চুক্তি সম্পন্ন করে। তবে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনের হিসাব প্রকাশ করা হয়নি।
রয়টার্স জানিয়েছে, ইউরোপের কপিরাইট আইন নিয়ে বিরোধের অবসান ঘটাতে ১২১ সদস্য বিশিষ্ট ফরাসি নিউজ প্রকাশকদের একটি দলকে তিন বছর জুড়ে ৭৬ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে গুগল।
- সূত্র: বিবিসি