চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৫০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ নস্বর ফ্লাইটের সিটের পেছনের প্যানেল থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোখসানা খাতুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণবারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই সূত্র জানান, সোমবার সকাল পৌনে ১১ টার দিকে আবুধাবি- চট্টগ্রাম- ঢাকা রুটের বিমানে স্বর্ণের বারগুলো উদ্ধার হয়।